Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

চট্টগ্রামে আমির খসরুসহ বিএনপি নেতাদের বাড়িতে হামলা

IMG_8556
[publishpress_authors_box]

চট্টগ্রামে আমির খসরুসহ কয়েকজন বিএনপি নেতার বাসভবনে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার রাতের বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে বলে দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চট্টগ্রাম নগরীর বাদশা মিয়া সড়কে মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের বাসা। শনিবার রাত সাড়ে ৮টার দিকে সেখানে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় ডা. শাহাদাতের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

একই দিন রাত ৯টার দিকে মেহেদীবাগ এলাকায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদের বাসভবনেও হামলার ঘটনা ঘটে।

এছাড়া মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর পাঁচলাইশ আবাসিকের (চট্টগ্রাম মেডিকেলের পূর্ব গেইটের পাশে) বাসায়ও হামলা ও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত