চট্টগ্রাম ও মুমিনুল হকের সেঞ্চুরি যেন এক সুঁতোয় গাঁথা। টেস্ট ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১২টি সেঞ্চুরি আছে এই ব্যাটারের। যার সাতটিই এই চট্টগ্রামে। এই মাঠ থেকে এবারও সর্বোচ্চটাই পেলেন সাবেক টেস্ট অধিনায়ক। পাকিস্তান সিরিজের প্রস্তুতি ম্যাচে পেয়েছেন সেঞ্চুরি।
টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ সামনে রেখে চট্টগ্রামে কন্ডিশনিং ক্যাম্প চলছে ক্রিকেটারদের। জাতীয় দলের ক্রিকেটাররা ছাড়াও আছেন এইচপি ও বাংলাদেশ টাইগার্সের অনেকে। তাদের নিয়েই দুই দিনের ম্যাচের দ্বিতীয় দিন ১৮৩ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১২৩ রান করেছেন সবুজ দলের অধিনায়ক মুমিনুল।
মুমিনুলের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৭৪ রান করে ইনিংস ঘোষণা করে সবুজ দল। মেহেদি হাসান মিরাজ ৩ উইকেট নেন। প্রথম ইনিংসে ১৩১ রানে গুটিয়ে যাওয়া লাল দলের বিপক্ষে মুমিনুলরা ১৪৩ রানের লিড নিয়েছেন।
দ্বিতীয় ইনিংসে নেমেও ব্যাটিং ব্যর্থতার একই চিত্র মুশফিকুর রহিমের দলের। ১৪৭ রান করতেই তাদের ৬ উইকেট পড়ে যায়। খালেদ আহমেদ, নাঈম হাসান একটি করে ও তাইজুল ইসলাম ২ উইকেট নেন। এরপর ম্যাচের সময় শেষ হওয়ায় লড়াই অমীমাংসিত থাকে।
গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজের পর এই প্রথম বড় দৈর্ঘ্যের ম্যাচে খেলতে নামেন মুমিনুল। দুই দিনের এই প্রস্তুতি ম্যাচের প্রথম দিন বাজে ব্যাটিং করে মুশফিকুর রহিমের লাল দল। ১৩১ রানের ইনিংসে মুশফিক করেছিলেন ৫০ রান।
নিজের দলের ব্যাটাররাও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। কিন্তু মুমিনুল পছন্দের ভেন্যুতে সেঞ্চুরি তুলে নিলেন। লঙ্কানদের বিপক্ষে সবশেষ সিরিজে অপরাজিত ৮৭ ও ৫০ রানের দুটি ইনিংস ছিল তার। এবার সেঞ্চুরি করে জানিয়ে রাখলেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য প্রস্তুত আছেন।