কৌতুক ভরে অনেক সময় এমনটা বলা হয় – বাংলাদেশ ক্রিকেটাররা লাল বলের ম্যাচ খেলেন সাদা বলের মতো আর সাদা বলের ম্যাচে তার উল্টোটা। ২৬তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম দিন তানজিদ হাসান তামিম এর প্রমাণ দিয়ে দিলেন।
চারদিনের ম্যাচে রাজশাহীর এই ওপেনার খুলনার বিপক্ষে করেছেন ঝড়ো সেঞ্চুরি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৩৩ বলে ১৯ চার ও ৪ ছক্কায় ১৪১ রানের ইনিংস খেলেছেন। এই দলের ফরহার হোসেনও সেঞ্চুরির অপেক্ষায় আছেন। ১৮৮ বলে ৯১ রানে অপরাজিত তিনি। প্রথম দিনের খেলা শেষে রাজশাহী ৪ উইকেটে তুলেছে ৩৮৫ রান।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে ব্যর্থ হয়েছিলেন তামিম। ঝড়ো ব্যাটিং করতে পারেননি। উইকেটেও থিতু হয়ে ইনিংস গড়তে পারেননি। তার ব্যাটেই জাতীয় লিগে এসেছে ১০৬ স্ট্রাইকরেটের ইনিংস। ওপেনিংয়ে নেমে আউট হওয়ার আগে ২১৬ মিনিট ক্রিজে ছিলেন তামিম।
সিলেট স্টেডিয়ামের পাশেই অ্যাকাডেমি মাঠে মুখামুখি হয়েছে ঢাকা মেট্রো ও বরিশাল। মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ে খেলা শুরু হতে পারেনি। দিনের মাঝামাঝি খেলা শুরু হয়ে ৪৪ ওভার মাঠে গড়িয়েছে। তাতে ১ উইকেট হারিয়ে ১০২ রান করেছে ঢাকা মেট্রো।
জাতীয় ক্রিকেট লিগের এবারের আসর দিয়ে অনেকদিন পর ক্রিকেট ফিরেছে বগুড়া শহিদ চান্দু স্টেডিয়ামে। কিন্তু প্রথমদিন মাঠ ভেজা থাকায় রংপুর ও চট্টগ্রামের খেলা হয়নি। একই অবস্থা খুলনায় সিলেট ও ঢাকা ম্যাচেও।