Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

চেলসির ড্র টটেনহ্যামের হার

GWZgLrYWsAAwXpK
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

আগের ম্যাচে ৬-২ গোলে জিতেছিল চেলসি। পরের ম্যাচেই আটকে গেল তারা। ক্রিস্টাল প্যালেসের কাছে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে ব্লুজরা। ২৫ মিনিটে গোল দিয়ে ৫৩ মিনিটে গাল হজম করেছে তারা। এদিকে নিউক্যাসলের মাঠে ২-১ গোলে হেরেই গেল টটেনহ্যাম।

বিশাল ফুটবলার বহর নিয়ে প্রতি ম্যাচেই মাঠে আসে চেলসি। তার প্রভাব মৌসুমের দ্বিতীয় ম্যাচে দেখা গেছে। সেরা একাদশ এবং বদলী সব অপশন হাতে নিয়ে সফল হয়েছিলেন এনজো মারেস্কা। তবে এই ইতালিয়ান কোচ বাস্তবতা বুঝলেন। চেলসি ক্লাব থেকে বিশাল ফুটবলার বহর দিলেও মাঠের পারফরম্যান্সই বড় কথা।

তিন ম্যাচে তিন রকম ফলের স্বাদ পেলো মারেস্কার চেলসি। প্রথম ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে হার, উলভারহ্যাম্পটনের সঙ্গে ৬-২ এ জয় আর রোববার ক্রিস্টালের কাছে ১-১ এ ড্র। তিন ম্যাচে তিন রকম ফলে ৪ পয়েন্ট নিয়ে ১১তম অবস্থানে আছে চেলসি।

নিউক্যাসলের মাঠে টটেনহ্যাম হেরে যাওয়ায় চেলসির মতো তারাও মৌসুমের শুরুর তিন ম্যাচে তিন রকম ফল পেল। তবে চেলসির মতো ৪ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে তারা।  

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত