Beta
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
Beta
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

চোটে স্বপ্নভঙ্গ জোকোভিচের

djokovic-040624-01-1717506047
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডটা আরও বাড়িয়ে নিতে পারতেন। ফ্রেঞ্চ ওপেনের রাজা রাফায়েল নাদাল টুর্নামেন্টের শুরুতেই বাদ পড়ায় সেই সুযোগ ছিল নোভাক জোকোভিচের সামনে। অথচ কি দুর্ভাগ্য সার্বিয়ান গ্রেটের। কোয়ার্টার ফাইনালে নামার আগেই ইনজুরিতে ছিটকে গেলেন তিনি।

ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচের না থাকার বিষয়টি নিশ্চিত করেছে টুর্নামেন্ট কমিটি। মঙ্গলবার তার হাঁটুর একটি স্ক্যান করা হয়। সেখানে জোকোভিচের ডান হাঁটুর জয়েন্টের নরম অংশে চোট ধরা পড়েছে।

এই অঘটনের আগ পর্যন্ত কোয়ার্টারে পা রাখার পথটা সহজ ছিল না জোকোভিচের। প্রথম দুই রাউন্ড তিন সেটেই জিতেছিলেন। তৃতীয় ও চতুর্থ রাউন্ডে ইতালির মুসেত্তি ও আর্জেন্টিনার সেরুন্দোলোর সঙ্গে ৫ সেটের লড়াইয়ে জিততে হয়েছে।

বুধবার শেষ আটে নরওয়ের কারপার রুডের সঙ্গে খেলার কথা ছিল অস্ট্রেলিয়ান ওপেনের রাজার। নিজে খেলতে না পারায় ওয়াকওভার পেয়ে সেমিফাইনালে উঠেছেন রুড।

জোকোভিচ ছিটকে পড়ায় এবারের ফ্রেঞ্চ ওপেন শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে গেলেন জার্মানির আলেক্সান্দার ভেরেভ ও গ্রীসের স্তেফান সিতসিপাস।    

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত