বিপিএলে ব্যস্ত থাকায় খেলার মধ্যেই আছেন ক্রিকেটাররা। চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রস্তুতির ঘাটতি নেই। তবুও ছাড় দিতে নারাজ বিসিবি। টুর্নামেন্টের আগে ক্রিকেটারদের ম্যাচ প্রস্তুতির সুযোগ করে দেওয়া হয়েছে।
চ্যাম্পিয়নস ট্রফিতে নামার আগে দুবাইতে পাকিস্তান “এ” দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিপিএলে ক্রিকেটারদের টি-টোয়েন্টি ফরম্যাটের ব্যস্ততা ছিল। আসন্ন টুর্নামেন্টের জন্য ওয়ানডের সঙ্গে মানিয়ে নিতেই ক্রিকেটারদের জন্য বিসিবির এই চেষ্টা।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে আগামী ১৩ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেটাররা। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে ম্যাচ দিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু হবে। তার আগে ১৭ ফেব্রুয়ারি হবে প্রস্তুতি ম্যাচটি।
এর আগে ৭ ফেব্রুয়ারি বিপিএল শেষ হওয়ার পর দেশে চার-পাঁচদিন অনুশীলন করবেন ক্রিকেটাররা। বিপিএলের ফাইনাল ও দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে যারা বাদ পড়েছেন তাদের নিয়ে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে বৃহস্পতিবার থেকে। কোচিং করাবেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
অবশ্য এই তালিকায় পেসাররা নেই। ক্লান্তি কাটিয়ে উঠতে পেসাররা দেশে কোন অনুশীলন করবেন না। বিশ্রাম নিয়েই দুবাই যাওয়ার সুযোগ থাকছে তাদের।
হেড কোচ ফিল সিমন্স এরই মধ্যে ঢাকায় চলে এসেছেন। বিপিএলের কয়েকটি ম্যাচ দেখেছেন তিনি। স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ঢাকায় আসবেন শুক্রবার। কোচিং স্টাফের বাকি সদস্যরা সরাসরি সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দেবেন।
দুবাইয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর দল চলে যাবে পাকিস্তানে। সেখানে গ্রুপের বাকি দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৪ ফেব্রুয়ারি নিউ জিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। দুইটি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে।