Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

ছক্কা গড়বে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের পার্থক্য?

রাসেল-বাটলার
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

গ্রুপ পর্বের শেষ ম্যাচে দেখা গেছে রানের ফোয়ারা। ওয়েস্ট ইন্ডিজ গড়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রানের রেকর্ড। ব্যতিক্রম হয়ে ওঠা সেন্ট লুসিয়ার সেই ড্যারেন স্যামি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড। যাদের সবশেষ লড়াইয়ের সিরিজে পার্থক্য গড়ে দিয়েছিল ছক্কা। বিশ্বকাপ মঞ্চেও কি ছক্কার পার্থক্য প্রভাব ফেলবে ম্যাচে?

গত ডিসেম্বরে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সিরিজ গড়েছিল সর্বোচ্চ ছক্কার রেকর্ড। দুই দল মিলিয়ে মেরেছিল ১২০টি ছয়। পাঁচ ম্যাচের এই সিরিজে পার্থক্যও গড়ে দিয়েছিল ছক্কা। যে ম্যাচে যে দল বেশি ছক্কা মেরেছে, তারাই জিতেছে। দল দুটি এবার মুখোমুখি হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২০ জুন) ভোরে শুরু হতে যাওয়া ম্যাচেও বড় প্রভাবক হতে উঠতে পারে ছক্কা।

ওয়েস্ট ইন্ডিজ অবশ্য এরইমধ্যে ওভার বাউন্ডারির মহড়া সেরেছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে। আফগানিস্তানকে ১০৪ রানে হারানোর পথে ক্যারিবিয়ানরা মেরেছে ১২ ছক্কা। নিকোলাস পুরান একাই মেরেছেন ৮ ছক্কা।

এবারের বিশ্বকাপ ঠিক টি-টোয়েন্টিসুলভ হচ্ছে না। ব্যাটারদের চেয়ে বোলারদের দাপটই বেশি দেখা যাচ্ছে। তবে সেন্ট লুসিয়ার এই স্টেডিয়ামটিতে রান পেয়েছেন ব্যাটাররা। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ লড়াইয়েও সেটির প্রত্যাশা। ইংলিশ অলরাউন্ডার স্যাম কারেন যেমন বলেছেন, “উইকেট দেখে বেশ ভালো মনে হচ্ছে। সবাই বলের লাইনে গিয়ে মারতে পেরেছে। (মারা) বল এগিয়েছেও অনেক।”

তাই বলে বোলারদের কিছু করার নেই, এমনটা মনে হচ্ছে না কারেনের, “ক্যারিবীয় অঞ্চলে বাতাস বড় প্রভাবক হয়ে উঠতে পারে। যেকারণে বোলাররা আবহাওয়ার সুবিধা নিয়ে পার্থক্য গড়ে দিতে পারে।”

ইংল্যান্ড বর্তমান চ্যাম্পিয়ন। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ নামছে নিজেদের মাঠে। কন্ডিশন ও দর্শক তাদের অনুকূলে। তাছাড়া কুড়ি ওভারের ফরম্যাটে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ (১৭-১২)। বিশ্বকাপ মঞ্চে এই পার্থক্য আরও বেশি। ছয়বারের সাক্ষাতে পাঁচবারই জিতেছে ক্যারিবিয়ানরা।

এবারের বিশ্বকাপ খুব একটা ভালো যাচ্ছে না ইংল্যান্ডের। অস্ট্রেলিয়ার সৌজন্যে উঠতে পেরেছে সুপার এইটে। এরপর তাদের নিয়ে সতর্ক ক্যারিবীয় অধিনায়ক রোভম্যান পাওয়েল, “আমার মনে হয় কন্ডিশন বেশ ভালো। সেটা যেমন ব্যাটিং-বোলিংয়ের জন্য, তেমনি ভালো ক্রিকেটের জন্য। ইংল্যান্ড বর্তমান চ্যাম্পিয়ন, তাদের দলটা দুর্দান্ত। অবশ্যই তাদের নিয়ে ভাবতে হবে। কোন পথে এগোলে তাদের বিপক্ষে কাজে আসবে, সেই পরিকল্পনা আমাদের করতে হবে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত