Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

ছন্দে ফেরা মোস্তাফিজের বাংলাদেশের হয়ে সেরা বোলিং

মোস্তাফিজ-সাকিব
[publishpress_authors_box]

শুরুতে যুক্তরাষ্ট্রের যে রানের গতি ছিল তাতে ভয় ধরে যায় চূড়ান্ত অঘটনের। কিন্তু মোস্তাফিজুর রহমানের সেরা ছন্দ স্বস্তি এনে দিয়েছে বাংলাদেশ শিবিরে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে মোস্তাফিজের ১০ রানে ৬ উইকেটে স্বাগতিকদের মাত্র ৯ উইকেটে ১০৪ রানে আটকে দিয়েছে বাংলাদেশ।

ম্যাচের শুরুতে পিচ হাত বাড়িয়ে দেয় ব্যাটারদের দিকে। আন্দ্রে গৌস ও শায়ান জাহাঙ্গীর দারুণ শুরু করেছিলেন। ওভারপ্রতি ৯ রান করে নিয়ে ৫ ওভারে ৪৬ রানে পৌঁছে যায় যুক্তরাষ্ট্র। এর মাঝে গৌসকে ফেরান সাকিব আল হাসান।

যুক্তরাষ্ট্রের হয়ে সর্বোচ্চ ১৫ বলে ২৭ রান করা এই ব্যাটারকে আউট করে বিরল কীর্তি গড়েছেন সাকিব। টি-টোয়েন্টি ক্রিকেটে একমাত্র ক্রিকেটার হিসেবে ৭০০ উইকেট ও ১৪ হাজারের বেশি রান করার কৃতিত্ব তার।

এরপর শুরু হয় মোস্তাফিজ ঘূর্নি। পেসার হয়েও ট্রেডমার্ক কাটারে একের এক পরাস্ত করেন যুক্তরাষ্ট্রের ব্যাটারদের। আজকের পিচ এশিয়ান কন্ডিশনের মতোই আচরণ করায় মোস্তাফিজের ছন্দ ফিরে পাওয়া সহজ হয়। প্রেইরি ভিউয়ের মাঠ যেন মিরপুর। তাই ষষ্ঠ ওভারে দুটি ও ১৮তম ওভারে আরও দুই উইকেট তুলে নেন মোস্তাফিজ।

এরপর ২০ তম ওভারে আরও দুই উইকেট নিয়ে ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার নিশ্চিত করেন। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলিং ফিগারও। এতদিন ২০ রানে ৫ উইকেট নেয়া সাকিব আল হাসান ছিলেন এই তালিকায় শীর্ষে। ২২ রানে ৫ উইকেট নেয়া ফিজ ছিলেন দ্বিতীয়। শনিবার ১০ রানে ৬ উইকেট নিয়ে শীর্ষে মোস্তাফিজ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত