নেপালের বিপক্ষে ম্যাচে দলটির অধিনায়ক রোহিত পুড়েলকে ধাক্কা দিয়ে জরিমানা গুনতে হলো তানজিম সাকিবকে। বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আইসিসি। সাথে তানজিমকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।
সাকিবের বিরুদ্ধে আইসিসি কোড অব কন্ডাক্টের ২.১২ নম্বর ধারা ভঙ্গের অভিযোগ এসেছে। যাকে বলা হয় লেভেল ওয়ান। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নেপালের বিপক্ষে “ডি” গ্রুপে নিজেদের শেষ ম্যাচে প্রতিপক্ষের ক্রিকেটারকে ধাক্কা দিয়েছেন।
যার কারণে তাকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ অর্থ জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। জাতীয় দলের হয়ে ৭টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার অবশ্য এবারই প্রথম কোনো ডিমেরিট পয়েন্ট পেলেন।
ম্যাচে নেপালের ইনিংসের তৃতীয় ওভারে রোহিত ও সাকিবের তর্ক শুরু হয়। এক পর্যায়ে মুখোমুখি দাঁড়িয়ে নেপাল অধিনায়কের গায়ে আলতো ধাক্কা মারেন সাকিব। এর কারণেই মূলত শাস্তি পাওয়া।
ম্যাচ শেষে সাকিব তার দোষ স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। অন ফিল্ড আম্পায়ার আহসান রাজা ও স্যাম নোগাজস্কি, তৃতীয় আম্পায়ার জয়ারমন মদনগোপাল ও চতুর্থ আম্পায়ার কুমার ধর্মসেনার অভিযোগের ভিত্তিতে সাকিবের শাস্তি আরোপ করেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন।
রোহিতের সাথে বাকবিতণ্ডার ঘটনায় শাস্তি পেলেও আগ্রাসী বোলিংয়ে সাকিব অবশ্য কুড়াচ্ছেন ক্রিকেট দুনিয়ার প্রশংসা।