Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

জাপানে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৬২

Japan_Earth_Quake
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

জাপানে ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বাড়ছে। ভয়াবহ ভূমিকম্পের পর তিনদিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ জনে। এতে আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। আহতদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর।

ধ্বংসস্তুপের নিচে জীবিতদের সন্ধানে এখনও অভিযান চালাচ্ছেন উদ্ধারকারীরা।

নতুন বছরের প্রথম দিনে গত সোমবার জাপানের মধ্যাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। শক্তিশালি ওই ভূমিকম্পের পর আরও ৪০০ বার ছোট ছোট ভূকম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পের পর বড় সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। তবে সেই সতর্কতা তুলে নেওয়া হয়েছে। এবার ভারী বৃষ্টির পর ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।

জাপানের আবহাওয়া অফিস জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় বুধবার ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর ভূমিধসের আশঙ্কাও রয়েছে।

ভূমিকম্পে বাড়িঘর হারানো মানুষেরা তীব্র শীতের মোকাবেলা করছেন। তার মধ্যেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হলো।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত