Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

জিমিকে জয় উপহার দেওয়ার পথে ইংল্যান্ড

384724
[publishpress_authors_box]

টেস্ট হার এড়াতে উইন্ডিজের চাই ১৭১ রান। ইংল্যান্ডের মাত্র ৪টি উইকেট। তবেই ক্যারিয়ারের শেষ টেস্টটিতে বিদায়ী নায়ককে ইনিংসে জয় উপহার দিবে ইংল্যান্ড দল। “জিমি” আদুরে নামের জেমস অ্যান্ডারসনের জন্যই ইংলিশ গ্রীষ্মের প্রথম টেস্টের সবকিছু। তাহলে জয়টাই বা বাদ থাকবে কেন!

প্রথম ইনিংসে উইন্ডিজের ১২১ রানের জবাবে ইংল্যান্ড করেছিল ৩৭১ রান। জ্যাক ক্রাউলি ৭৬, ওলিয়ে পোপ ৫৭, জো রুট ৬৮, হ্যারি ব্রুক ৫০ ও জেমি স্মিথ ৭০ রান করেন। দ্বিতীয় দিন মাত্র এক সেশন দ্বিতীয় ইনিংস ব্যাট করতে পেরেছিল উইন্ডিজ। তাতেই ৭৯ রানে ৬ উইকেট হারিয়ে ইনিংস হারের ক্ষণ গুনছে দলটি।

অবশ্য এই ম্যাচে হার-জিতের হিসেবটা গৌণ। জিমির বিদায় মূখ্য। ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে যে মাঠটিতে জিমিরি শুরু হয়েছিল সেই মাঠেই ২১ বছর লম্বা ক্যারিয়ারের ইতি টানছেন। জিমির বিদায়টাতো রাজসিক হতেই হবে।

বিদায়ের ইনিংসটিতে বল হাতে হতাশ করেননি জেমস অ্যান্ডারসন। এবার উইকেট নিতে দেরি হয়নি তার। মুনশিয়ানা দেখিয়ে এই বয়সেও রিভার্স সুইংয়ের জাদু করলেন। তাতে উইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্রাফেটের বেলস উড়ে গেল।

এই উইকেটের পর অ্যালিক আথানাজকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়েছেন। এ দুই উইকেট এখন পর্যন্ত বিদায়ী ইনিংসে জিমির শিকার। পেসার হিসেবে টেস্টে সর্বোচ্চ ৭০৩টি উইকেট নিয়ে শুক্রবার সকালে বল হারে নামবেন জিমি।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত