অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্টে দুই ম্যাচ পর জিতল বাংলাদেশ এইচপি দল। ৯ দলের টুর্নামেন্টে চার ম্যাচের মধ্যে দ্বিতীয় জয় পেল এইচপি। অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেটের দল এসিটি কমেটসের বিপক্ষে জয় এসেছে ৬ উইকেটে।
আগে ব্যাট করে রিপন মন্ডলের বোলিং তোপে ৯ উইকেটে ১২৪ রান করে কমেটস। জবাবে জিসান আলমের ফিফটিতে মাত্র ১৬.৪ ওভারেই ৪ উইকেট হারিয়ে ১২৫ রান করে বাংলাদেশ এইচপি।
এসিটি কমেটস ক্যানবেরার দল। তবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ বা শেফিল্ড শিল্ডের দলগুলোর মতো শক্তিশালি নয়। এ দুই টুর্নামেন্টে খেলার মতো দলও তৈরি করতে পারে না তারা। কমেটস শুধু অস্ট্রেলিয়ার একদিনের ঘরোয়া টুর্নামেন্টে অংশ নেয়।
তাই এই দলকে হারাতে বেগ পেতে হয়নি আকবার আলিদের। শুরুতে দুই পেসার রিপন মন্ডল ও আবু হায়দার রনির আগুনে বোলিংয়ে আটকে যায় কমেটস। রিপন ২৬ রানে ৩টি ও রনি সমান সংখ্যক রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। এছাড়া টুর্নামেন্টে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করা রাকিবুল ও মাহফুজুর রহমান রাব্বি ১টি করে উইকেট নেন।
জবাবে ওপেনার জিসান আলমের ঝড়ো ব্যাটিংয়ে জয় সহজ হয় এইচপির। মাত্র ৩৬ বলে ২ ছক্কা ও ১ চারে ৫০ রান করেন জিসান। এছাড়া পারভেজ ইমন ২৪ বলে ২৩ করেছেন। আফিফ ১৭ ও তানজিদ তামিম ১৮ রান করেন।
দ্বিতীয় জয়ে ৪ পয়েন্ট নিয়ে অষ্টম অবস্থান থেকে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে এইচপি দল।