ব্যালন ডি’অর জয়ের পর সৌদি আরবের ফুটবলে! করিম বেনজিমার এমন সিদ্ধান্ত শুরুতে বিশ্বাস হয়নি অনেকের। কিন্তু তিন বছরে চুক্তিটা প্রায় ৩০০ মিলিয়ন ইউরো! বেনজিমা তাই সেরা ছন্দে থাকতেই যোগ দেন আল ইত্তিহাদে।
সৌদি ক্লাব ফুটবলে অবশ্য মানিয়ে নিতে পারেননি বেনজিমা। ২৪ ম্যাচে করেছেন ১৫ গোল। তার ক্লাব সৌদি লিগে বর্তমান চ্যাম্পিয়ন হলেও এই মৌসুমে নেমে গেছে সাত নম্বরে।
এর দায়টা সমর্থকরা দিচ্ছেন বেনজিমাকে। দুয়ো দিয়ে গ্যালারিতে বেনজিমাকে ডাকা হয় ‘বেন-হাজিমা’। আরবি এই শব্দের অর্থ ‘দি সন অব ডিফিট’ বা ‘পরাজয়ের ছেলে’। সমালোচনায় জর্জরিত বেনজিমা এবার নিষিদ্ধই হলেন ক্লাব থেকে। বড়দিনের ছুটি শুরুর আগেই তিনবার দলের অনুশীলন মিস করেছিলেন বেনজিমা। এরপর মরিশাসে যেয়ে পড়েন ঝড়ের কবলে।
এজন্য যোগ দিতে পারেননি ১২ জানুয়ারি ইত্তিহাদের দলের সঙ্গে। ইত্তিহাদের আর্জেন্টাইন কোচ ক্ষুব্ধ হয়ে মধ্য মৌসুম প্রস্তুতি সফরে দুবাইয়ে নিষিদ্ধ করেছেন বেনজিমাকে। দুবাইয়ের অনুশীলন ক্যাম্প থেকে বাদ দেওয়া হয়েছে তাকে।