লম্বা অপেক্ষার পর মাঠে গড়ালো পাকিস্তান-বাংলাদেশের রাওয়ারপিন্ডি টেস্ট। এক সেশন ও আরও কিছু সময় বিঘ্নিত হয় মাঠ ভেজা থাকায়। অবশেষে কঙ্খিত টস হয়েছে এবং টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত।
রাওয়ালপিন্ডির পেস সহায়ক পিচে তাকিয়ে দলে তিন পেসার রেখেছে বাংলাদেশ। শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা। তিন পেসারই তরুণ। স্পিনার হিসেবে আছেন মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান। দুজনই অলরাউন্ডারও। এছাড়া ওপেনিংয়ে মাহমুদুল হাসান জয়ের পরিবর্তে খেলছেন সাদমান ইসলাম। ১৩ ম্যাচে ৫৫৯ রান করা সাদমান ২০২২ এর পর প্রথম টেস্ট খেলছেন।
তার সঙ্গে ওপেন করবেন জাকির হাসান, ব্যাটিং অর্ডারে বাকিরা শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব, লিটন দাস।
টেস্টের প্রথম দিন ৪৮ ওভার খেলা হওয়ার কথা আছে। মাঠ ভেজা থাকায় আগেই এক সেশন পন্ড হয়েছে। দ্বিতীয় সেশন চলবে বাংলাদেশ সময় বিকাল ৫টা ২০ পর্যন্ত। এরপর চা বিরতি শেষে আবার খেলা শুরু হবে ৪ টা ৪০ মিনিটে। আর খেলা চলবে ৬টা পর্যন্ত।
বাংলাদেশ : সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।
পাকিস্তান : অবদুল্লাহ শফিক, সাইয়াম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলি আগা, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আলি, খুররম শাহজাদ।