সিরিজের শেষ ম্যাচে প্রবল চাপে থাকা বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ জিততে সবশেষ ম্যাচের মতো টস জিতে বোলিং নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের সকালের কন্ডিশন কাজে লাগিতে চায় বাংলাদেশ।
তাই দুই বদল এনে তিন পেসার ও বাড়তি ব্যাটার খেলাচ্ছে বাংলাদেশ। এক ম্যাচ পর ফিরেছেন লিটন দাস, তাকে জায়গা ছেড়ে দিয়েছেন জাকের আলি। এছাড়া শরিফুল ইসলামকে বিশ্রাম দিয়ে সুযোগ দেয়া হয়েছে হাসান মাহমুদকে।
এই ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে ব্যর্থ হলে নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে লজ্জার কীর্তি গড়বেন নাজমুল শান্তরা। ওদিকে প্রথম কোন টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সিরিজ জয়ের আনন্দ হোয়াইটওয়াশে রূপ দিবে যুক্তরাষ্ট্র। ঘরের মাঠের বিশ্বকাপে তাই সেরা আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামার সুযোগ পাবে প্রথমবার বিশ্বকাপ খেলা দলটি।
সেই চ্যালেঞ্জটা অবশ্য গুরুত্বের সঙ্গে দেখছে না স্বাগতিকরা। একাদশে পরিবর্তন দেখে তাই মনে হবে। অধিনায়ক মোনান্ক প্যাটেল নিজেই বিশ্রাম নিয়েছেন। এছাড়া আরও তিনটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। একাদশের গুরুত্বপূর্ণ তিন ক্রিকেটার পেসার মোহাম্মদ আলি খান ও দুই অলরাউন্ডার স্টিভেন টেলর ও হারমিত সিংকেও বিশ্রাম দেয়া হয়েছে।
বাংলাদেশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
যুক্তরাষ্ট্র : অ্যারন জোনস (অধিনায়ক), আন্দ্রে গৌস, কোরে অ্যান্ডারসন, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেল, নশতুশ কেনজিগে, জাসদ্বিপ সিং, নিতিশ কুমার, শ্যাডলি ফন শালভিক, সৌরভ নাত্রাভালকার, শায়ান জাহাঙ্গির।