Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

টস জিতে দ্বিতীয় ম্যাচেও বোলিংয়ে বাংলাদেশ

টস
[publishpress_authors_box]
চট্টগ্রাম থেকে
চট্টগ্রাম থেকে

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচেও টস জিতলেন নাজমুল হাসান শান্ত। প্রথম ম্যাচের মতো এবারও আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন অধিনায়ক। এই সিদ্ধান্তের কারণ আবারও কন্ডিশন। ম্যাচের আগে আকাশ মেঘলা হয়ে ওঠায় ব্যাটিংয়ে নামার ঝুঁকি নেয়নি বাংলাদেশ।

অথচ আগে ব্যাটিং করা এই ম্যাচে দরকার ছিল শান্তদের জন্যই। কঠিন কন্ডিশনে বিপক্ষ পেসারদের সামলে রান করার পরীক্ষা দেয়া হতো ব্যাটারদের। গত ম্যাচে নতুন বলে রান তোলা কঠিন ছিল বাংলাদেশ টপঅর্ডারদের জন্য। এবার ম্যাচের শুরুতে সেই চ্যালেঞ্জটা নিতে পারতো বাংলাদেশ।

প্রথম ম্যাচে জয়ী একাদশে কোন পরিবর্তন আনেনি বাংলাদেশ। তবে জিম্বাবুয়ে তিনটি বদল এনেছে। আজকের ম্যাচে অভিষেক হচ্ছে জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে জোনাথন ক্যাম্পবেলের। এছাড়া তাদিওয়ানসি মারুমানি ও আইন্সলে ডলবু সুযোগ পেয়েছেন। বাদ পড়েছেন রায়ান বার্ল, শন উইলিয়ামস ও ওয়েলিংটন মাসাকাদজা।

বাংলাদেশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, শেখ মেহেদি, জাকের আলি, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।   

জিম্বাবুয়ে : সিকান্দার রাজা (অধিনায়ক), জয়লর্ড গাম্বি, ক্রেইগ আরভিন, ব্রায়ান বেনেট, তাদিওয়ানসি মারুমানি, ক্লাইভ মাদান্দে, লুক জঙ্গে, জোনাথন ক্যাম্পবেল, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড গারাভা, আইন্সলে ডলবু।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত