Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

তানজিম সাকিবকে নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ-৪
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের পাঁচ দিন পেরিয়ে যাওয়ার পর শুরু হয়েছে বাংলাদেশের অভিযান। নিজেদের প্রথম ম্যাচে লাল-সবুজ জার্সিধারীদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। শনিবার (৮ জুন) ডালাসের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বিশ্বকাপের আগের সময়টা ভালো যায়নি বাংলাদেশের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরেছে তারা। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও ভারতের বিপক্ষে হার সঙ্গী হয়েছে। গত কিছুদিন ধরে কাটানো খারাপ সময় পেছনে ফেলে নতুন উদ্যোমে মাঠে নেমেছে শান্তরা।

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে নামার আগে শ্রীলঙ্কাও ভালো অবস্থানে নেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজেভাবে হেরে শুরু হয়েছে তাদের বিশ্বকাপ।

ভারতের বিপক্ষে ওয়ার্ম-আপ ম্যাচে চোটে পড়ায় একাদশে নেই শরিফুল ইসলাম। তার অনুপস্থিতিতে একাদশে সুযোগ পেয়েছেন তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কার একাদশে পরিবর্তন একটি। সাদিরা সামারাবিক্রমার জায়গায় একাদশে এসেছেন ধনাঞ্জয়া ডি সিলভা।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কামিন্দু মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা, নুয়ান তুশারা।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত