Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

টানা চার জয়ে ভারতীয় তারুণ্যের দাপট

ভারতের হয়ে সর্বোচ্চ রান সঞ্জু স্যামসনের । ছবি : ক্রিকেইনফো
ভারতের হয়ে সর্বোচ্চ রান সঞ্জু স্যামসনের । ছবি : ক্রিকেইনফো
[publishpress_authors_box]

সিরিজের প্রথম ম্যাচে হেরে ভারতের তরুণ প্রজন্ম বেশ চাপেই পড়েছিল। বিশ্বকাপ জয়ের কিছুদিনের মধ্যে নতুন ভারত জিম্বাবুয়ের কাছে হেরেছে, এই খবর মেনে নিতে পারেনি ভারতের ক্রিকেটপ্রেমীরা। অবশ্য ওই হোঁচট সামলে সিরিজটি দাপটের সঙ্গেই শেষ করলো নতুন ভারত। সিরিজ নিশ্চিত করলো ৪-১ ব্যবধানে।

অবশ্য পুরো সিরিজে ভারতের জন্য দুশ্চিন্তার বিষয় ছিল। দলের এই ক্রিকেটাররাই আইপিএল মাতিয়েছেন। কিন্তু তারা মাত্র এক ম্যাচে আগে ব্যাট করে দুইশো রানের কোটা পার করেছেন। বাকি তিন ম্যাচের একটিতেও এই সাফল্য দেখাতে পারেনি শুভমান গিলের ভারত।

সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৬৭ রান তুলেছে ভারত। জবাবে ১৮.৩ ওভারে মাত্র ১২৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।

আগের ম্যাচের মতো এবার ভারতের দুই ওপেনার সফল হতে পারেননি। শুরুর তিন ব্যাটারই আউট হয়েছেন ২০ রান করার আগে। সাঞ্জু স্যামসন ৪৫ বলে ৪ ছক্কা ও ১ চারে করেছেন সর্বোচ্চ ৫৮ রান। এছাড়া রিয়ান পরাগ ২২ ও শিভম দুবে ১২ বলে করেন ২৬ রান।

জবাবে আর সব ম্যাচের মতো ব্যাটিং ব্যর্থতার আরও এক উদাহরণ দেখিয়ে হেরেছে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করে ডিয়ন মায়ার্স। এছাড়া মারুমানি ও ফারাজ আকরাম দুজনই ২৭ রান করেছেন। ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন মুকেশ কুমার।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত