Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

টানা দ্বিতীয়বার ভোটে বিজয়ী মাশরাফি

Capture
[publishpress_authors_box]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে মাশরাফি বিন মর্তুজার জনপ্রিয়তা তুমুল। তাই ওই আসনে সাবেক ক্রিকেটারের জয় নিয়ে কোন সন্দেহ ছিল না। কত ব্যবধানে তার জয় আসে সেটাই দেখার ছিল।

প্রত্যাশা মতো বিপুল ভোটেই জিতেছেন মাশরাফি। হতে যাচ্ছেন দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য। এবারের নির্বাচনে প্রায় পৌনে দুই লাখ ভোট বেশি পেয়ে জিতেছেন মাশরাফি।

রবিবার নড়াইল জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। এ আসনে মোট ভোট পড়েছে ৫৫ দশমিক ২৩ শতাংশ। 

নড়াইল সদর আংশিক ও লোহাগড়া উপজেলার মোট ১৪৭টি কেন্দ্রে মাশরাফি পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মনোনীত সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমান হাতুড়ি প্রতীকে পেয়েছেন তিন হাজার ৪১ ভোট।

নড়াইল-২ আসনে মোট ভোটার তিন লাখ ৬৫ হাজার ৭২৯ জন। বিজয়ী মাশরাফির সমর্থকরা অবশ্য সন্ধ্যা থেকেই বিজয় উল্লাস শুরু করেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত