Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

টানা দ্বিতীয় জয় নারী দলের

জাহানারা
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটা ভালো হচ্ছে বাংলাদেশ নারী দরের। শ্রীলঙ্কা “এ” দলের বিপক্ষে এই ফরম্যাটে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করেছে তারা। এবারের জয় ১০৪ রানের বড় ব্যবধানের।

আগে ব্যাট করে বাংলাদেশ নারী “এ” দল ৬ উইকেটে ১৬৪ রান তোলে। জবাবে লঙ্কানরা ১৬.৪ ওভারে মাত্র ৬০ রানে অলআউট হয়।

 “এ” দলের খেলা হলেও বিশ্বকাপ প্রস্তুতির জন্য জাতীয় দলকেই শ্রীলঙ্কা সফরে পাঠিয়েছে বিসিবি। নারীদের প্রস্তুতি ভালো হচ্ছে তবে বিপক্ষে দুর্বল ক্রিকেটাররা থাকায় একটু অস্বস্তি থেকে যাচ্ছে। শ্রীলঙ্কা নারী জাতীয় দলের সঙ্গে খেলা হলে বেশি লাভ হতো জ্যোতি-জাহানারাদের।

সংক্ষিপ্ত সংস্করণের প্রথম ম্যাচে ৭ উইকেটের জয়ের পর এবার ১০৫ রানের বড় জয় পেয়েছে। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৬৪ রান করে বাংলাদেশ দল। লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৬০ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা।

সামনে থেকে নেতৃত্ব দিয়ে মাত্র ৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এই সফরে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া রাবেয়া। রান খরচ করেছেন মাত্র ৪।

টানা দ্বিতীয় জয় সহজ করেছেন ব্যাটাররা। সাথি রানি ৭ চারে ৫০ রান করেন। ৩৯ রান করা সোবহানা মোস্তারিকে নিয়ে গড়েন ৮০ রানের জুটি। এছাড়া অপরাজিত ৩৪ রান করেন নিগার সুলতানা জ্যোতি।  

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত