Beta
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

টানা দ্বিতীয় হ্যাটট্রিক রোনালদোর

111
[publishpress_authors_box]

সৌদি প্রো লিগে ৩ দিন আগে করেছিলেন হ্যাটট্রিক। সেই রেশ না কাটেতে ক্রিস্তিয়ানো রোনালদো হ্যাটট্রিক করলেন আবারও। কাল (মঙ্গলবার) আবহার বিপক্ষে ৮-০ গোলে জিতেছে আল নাসর।

গোল উৎসবের এই ম্যাচে রোনালদো করেছেন হ্যাটট্রিক। আছে দুটি অ্যাসিস্টও। কে বলবে তার বয়স ৩৯ ছাড়িয়ে গেছে?

সবমিলিয়ে ক্যারিয়ারে এটা ৬৫তম হ্যাটট্রিক রোনালদোর। এর ৩০টি করেছেন বয়স ৩০ হওয়ার পর। আর ৩৫টি করলেন বয়স ৩০ ছাড়িয়ে যাওয়ার পর! একেই বলে বুড়ো হাড়ের ভেল্কি।

আবহার বিপক্ষে রোনালদো তিন গোল করেছেন ১১, ২১ ও ৪২ মিনিটে। এর দুটি ফ্রিকিক থেকে। আরেকটি বক্সের  বাইরে থেকে নেওয়া অসাধারণ চিপে।

এ নিয়ে বিরতির আগে সপ্তম হ্যাটট্রিক করলেন রোনালদো। তার ৬৫টি হ্যাটট্রিকের ৪৪টিই রিয়াল মাদ্রিদের হয়ে।

এই মৌসুমে সৌদি লিগে রোনালদোর গোল সবচেয়ে বেশি ২৯টি। তিনি অ্যাসিস্ট করেছেন ১১টি। তারপরও রোনালদোর ক্লাব আল নাসর শিরোপা থেকে অনেক দূরে।

এক নম্বরে থাকা নেইমারের  আল হিলালের চেয়ে আল নাসর পিছিয়ে ১২ পয়েন্ট।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত