Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

টিপুর ১০ : চাইমের চাঁদ থেকে ওয়ারফেইজের অবাক ভালবাসা

Tipu Obscure
[publishpress_authors_box]

৯০ দশকের কিশোর-তরুণদের মাতোয়ারা করা সেইসব গান। মিলেনিয়াল প্রজন্ম পেরিয়ে পৌঁছেছে জেন জি’র কানেও। সেইসব গানের ৮ শিল্পী-গীতিকারের পছন্দের ১০টি করে গান তুলে এনেছে সকাল সন্ধ‍্যা।

১৯৮৫ সালের খুলনায় অবসকিউর প্রতিষ্ঠা করেন টিপু। তার আগে ১৯৮৪ সালে ‘চাইম’ ব্যান্ডে যোগ দেওয়া হয় বন্ধুর সুবাদে। সেসময় ইংরেজি গান গাইতেন টিপু। তারপর বাংলা গান করার আগ্রহ থেকেই খুলনার তরুণদের নিয়ে অবসকিউরের যাত্রা শুরু। আশির দশকে সারগাম স্টুডিও থেকে অবসকিওরের প্রথম অ্যালবাম প্রকাশিত হয়। সেই অ্যালবামের আলোচিত অন্যতম  ‘মাঝরাতে চাঁদ’, ‘ভণ্ড বাবা’, ‘মমতায় চেয়ে থাকা’  ইত্যাদি।

🌻 সেদিনও আকাশে ছিলো চাঁদ

ব্যান্ড : চাইম | শিল্পী : খালিদ


🌻 কান্দে কেনে মন

১৯৮০ | ব্যান্ড : সোলস | অ্যালবাম : সুপার সোলস | শিল্পী : তপন চৌধুরী | গীতিকার : তাজুল ইমাম


🌻 ভাল লাগে

১৯৮৮ | ব্যান্ড : রেনেসাঁ | শিল্পী ও গীতিকার : নকীব খান


🌻 হৃদয় কাঁদামাটির কোন মূর্তি নয়

১৯৯৩ | ব্যান্ড : রেনেসাঁ | অ্যালবাম: তৃতীয় বিশ্ব | শিল্পী : ফরসাল সিদ্দিকী বগী | গীতিকার : শহীদ মাহমুদ জঙ্গী


🌻 গোধূলী

১৯৯০ | ব্যান্ড : ফিডব্যাক | অ্যালবাম : মেলা | শিল্পী ও গীতিকার : মাকসুদুল হক

🌻 প্রথম প্রেমের মতো

১৯৯১ | ব্যান্ড : মাইলস | অ্যালবাম : প্রতিশ্রুতি | শিল্পী : শাফিন আহমেদ | গীতিকার : ফেরদৌস নাহার


🌻 যারে যা উড়ে যা মেয়ে

১৯৯৮ | ব্যান্ড : আর্ক | অ্যালবাম : জন্মভূমি | শিল্পী ও গীতিকার : হাসান


🌻 তারা ভরা রাতে

শিল্পী : আইয়ুব বাচ্চু | অ্যালবাম : তারা ভরা রাতে (মিক্সড) | গীতিকার : সালাউদ্দিন সজল | সুরকার : আইয়ুব বাচ্চু


🌻 হাসতে দেখো

১৯৯৬ | ব্যান্ড : এলআরবি | অ্যালবাম : ক্যাপসুল ৫০০ এমজি | শিল্পী : আইয়ুব বাচ্চু | গীতিকার : লতিফুল ইসলাম শিবলী


🌻 অবাক ভালোবাসা

১৯৯৪ | ব্যান্ড : ওয়ারফেইজ | অ্যালবাম : অবাক ভালোবাসা | শিল্পী ও গীতিকার : বাবনা করিম

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত