বল হাতে এতদিন সুবিধা করে উঠতে পারছিলেন না। হয়তো পুরো ৪ ওভার করতে পারেননি আবার স্ট্রাইকরেট ছিল বেশি। কিন্তু বুধবার রাতে ৪ ওভারের কোটা পূর্ণ করেছেন সাকিব। ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।
টি-টোয়েন্টিতে ওভারপ্রতি ৬ রান বা এর কম দেওয়া কিপটে বোলিং-ই বলা যায়! সাকিব অনেকদিন পর পূর্ণ কোটা ওভার করে ২৫ রান দেওয়া সাকিবের জন্য এই সময়ে ভালো বোলিং। সিপিএলে খেলা আগের ৫ ম্যাচে এক ইনিংসে সাকিব সর্বোচ্চ বোলিং করেছেন দুই ওভার। তাও ষষ্ঠ-সপ্তম বোলার হিসেবে। তবে বুধবার নতুন বলে পাওয়ার প্লেতে নিলেন উইকেটও।
সাকিব এদিন ত্রিনবাগো নাইট রাইডার্সের ওপেনার নিউজিল্যান্ডের কলিন মানরোকে ফিরিয়েছেন। যদিও ম্যাচটা শেষ পর্যন্ত সাকিবের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস জিততে পারেনি।
ব্রায়ান লারা স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করতে নেমে অ্যান্টিগা করেছিল ৭ উইকেটে ১৪৬ রান। অ্যালেক্স হেলস ও কেসি কার্টির ফিফটিতে এই রান ৮ বল হাতে রেখেই জিতে যায় নাইট রাইডার্স।
এর আগে ব্যাট হাতে সাকিবের ব্যর্থতা অবশ্য চলছেই। সর্বশেষ ম্যাচটিতে ২৫ রানের ইনিংসটি বাদ দিলে সাকিব এবারের সিপিএল সব ম্যাচেই ব্যর্থ হয়েছেন। আজও আউট হয়েছেন ১৪ বলে ১৩ রান করে। এই হারের পরও ৭ ম্যাচে ৩ জয়ে শীর্ষে সাকিবের অ্যান্টিগা।



