উইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বপ্ন দেখছিলেন এবাদত হোসেন। গত বছর বিশ্বকাপের আগে পাওয়া হাঁটুর ইনজুরি থেকে ফেরার লড়াইয়ে ছিলেন তিনি। কিন্তু স্বপ্ন অধরাই থাকল এবাদতের। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হচ্ছে না তার। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর এই আসরেও তার না থাকার কথা নিশ্চিত করেছে বিসিবির চিকিৎসা বিভাগ।
২০২৩ সালে ঘরের মাঠে আফগানিস্তান সিরিজে চোটে পড়েছিলেন এই পেসার। হাঁটুর সেই চোটে মিস করেন টানা দুটি বড় আসর – এশিয়া কাপ ও বিশ্বকাপ। উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ড থেকে পায়ের অস্ত্রোপচার করাতে হয়েছিল এবাদতের।
সফল অপারেশন শেষে মাঠে ফেরার প্রস্তুতিতে ভালোই এগোচ্ছেন এবাদত। কিছুদিন আগে মিরপুরের একাডেমি মাঠে হাঁটার অনুশীলন শুরু করেন। দাঁড়িয়ে বোলিং অনুশীলনও করেছেন। কিন্তু এর মাঝেই দুঃসংবাদ শুনতে হলো।
এবাদতের ইনজুরির বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সকাল সন্ধ্যাকে জানিয়েছেন, “হ্যা তার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা অসম্ভব। কারণ এই রকম অস্ত্রপচার থেকে সেরে উঠতে কমপক্ষে ১২ মাসের মতো সময় লাগে। আমরা তাই এবাদকতকে নিয়ে বিশ্বকাপ চিন্তার সম্ভাবনা দেখছি না। তার অস্ত্রপচার তো ডিসেম্বরে হয়েছিল..এর আগে সেরে উঠলেও ম্যাচ ফিট হওয়া সম্ভব না। অক্টোবর পর্যন্ত সময় লাগবেই।”
আগামী ১ জুন থেকে উইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের হতে যাওয়া আসরে বাংলাদেশের সঙ্গে “ডি” গ্রুপে আছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। ৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ।