জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে ঢাকার খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিএমপির জনসংযোগ শাখা।
একই স্থান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকেও গ্রেপ্তার করা হয়েছে।
গণমাধ্যমর পাঠানো এক বার্তায় ডিএমপি জানিয়েছে, নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের এই তিন নেতা। গোপন সংবাদের ভিত্তিতে রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
পল্টন থানায় করা এক মামলায় এই তিনজনকে গেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন শামসুল হক টুকু। এই সংসদের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন জুনাইদ আহমেদ পলক।
এর আগে গত ৬ আগস্ট দেশের বাইরে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পলককে আটক করে নিজেদের হেফাজতে নিয়েছিল ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
নানা ঘটনা পরিক্রমার পর দেশ পরিচালনার দায়িত্ব নেয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার।
এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার ঢাকার একটি আদালত তাদের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
এছাড়াও গত দুদিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, গুম ও গণহত্যার চারটি মামলা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বাংলাদেশ ছাড়ার পর থেকে শেখ হাসিনা এখনও ভারতেই অবস্থান করছেন।