Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

‘টুয়েলভথ ফেইল’ পরিচালকের ছেলের অভিষেকে ২৫৮ রান

bb
[publishpress_authors_box]

বলিউডের প্রখ্যাত পরিচালক ও প্রযোজক বিধু বিনোদ চোপড়া। মুন্না ভাই এমবিবিএস, লাগে রহো মুন্না ভাই, থ্রি ইডিয়টস, পিকে, সঞ্জুর মত সুপারহিট সিনেমার প্রযোজক তিনি। পরিচালনা করেছেন পারিন্দা, ১৯৪২ : এ লাভ স্টোরি, মিশন কাশ্মীরের মত সিনেমাও। সম্প্রতি বিধু বিনোদ পরিচালিত ‘টুয়েলভ ফেইল’ সিনেমা সাড়া ফেলেছে বিশ্বব্যাপী। বারবার হোঁচট খেয়ে মনোজ কুমার কীভাবে আইপিএস অফিসার হলেন, সেই গল্প দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছেন তিনি।

বিধু বিনোদের ছেলে অগ্নি চোপড়ার হৃদয় পড়ে থাকে আবার ক্রিকেট মাঠে। রঞ্জি ট্রফিতে তার অভিষেকও হল গত সপ্তাহে। মিজোরামের হয়ে সিকিমের বিপক্ষে অভিষেকে দুই ইনিংস মিলিয়ে ২৫৮ রান করেছেন অগ্নি।

রঞ্জি ট্রফিতে অভিষেক ম্যাচে অগ্নি খেলেছেন ১৬৬ ও ৯২ রানের ইনিংস।

প্রথম ইনিংসে অগ্নি করেন ১৭৯ বলে ১৬৬ রান। দ্বিতীয় ইনিংসে আরও আক্রমণাত্মক তিনি। ৭৪ বলে করেছিলেন ৯২। তারপরও বাঁচাতে পারেননি দলকে। মিজোরাম ম্যাচটা হেরে যায় ৪ উইকেটে।

২৫ বছর বয়সী অগ্নি টি-টোয়েন্টিও খেলেন দুর্দান্ত। ৭ ইনিংসে করেছেন ২৩৪ রান, স্ট্রাইক রেট ১৫০.৯৬। কে জানে, নিজের ছেলের ক্যারিয়ার নিয়েও না সিনেমা বানিয়ে ফেলেন বিধু বিনোদ?

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত