Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বড় প্রতিপক্ষ বৃষ্টি

রাওয়ালপিন্ডি
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

বৃষ্টি কেড়ে নিল শুরু ও শেষ; রাওয়ালপিন্ডিতে মঙ্গলবার আবহাওয়া পূর্বাভাস যা দেখাচ্ছে তাতে পাকিস্তান-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট নিয়ে এমনটা বলাই যায়। এই টেস্টের প্রথম দিন বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় খেলাই হয়নি। এবার শেষদিনেও বৃষ্টির বাগড়ায় খেলা না হাওয়ার শঙ্কা আছে।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরের আবহাওয়া পূর্বাভাস বলছে মঙ্গলবার ভোরের দিকে বজ্রপাতসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। পুরো দিনে ৮৩ ভাগ বৃষ্টি হতে পারে। দিনের সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বৃষ্টি থামার পূর্বাভাসও দেওয়া হয়েছে। আবার বেলা ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে।

তাই এই টেস্টের শেষদিন দুই দলের মাঠে নামার সুযোগ হলেও বৃষ্টির কারণে ড্রেসিংরুমে আসা-যাওয়ার অবস্থা তৈরি হবে। তাতে দারুণ টেস্ট সিরিজের শেষটা হতে পারে হতাশাজনক। বিশেষ করে বাংলাদেশের টেস্ট জয়ের সম্ভাবনা এখন ঝুলে আছে বৃষ্টির ঝাপটার ওপর।

বৃষ্টি না থাকলেই শুধু জয়ের রাস্তা পরিষ্কার থাকবে বাংলাদেশের জন্য। যেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপের মূল্যবান ১২ পয়েন্ট পেয়ে যাবে নাজমুল হোসেন শান্তর দল। দুই ম্যাচ মিলিয়ে হবে ২৪ পয়েন্ট। বৃষ্টিতে খেলা পন্ড হলে বাংলাদেশ পয়েন্ট হারাবে, পাকিস্তান ড্র হওয়ায় অর্ধেক পয়েন্ট পেয়ে যাবে।  

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত