এখনও টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি শামার জোসেফের। আইপিএলে একটা মাত্র ম্যাচ খেলে জায়গা হারিয়েছেন একাদশে। তারপরও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে আগুন ঝরিয়ে ১৩ উইকেট পাওয়া এই পেসারকে নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ।
বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রভম্যান পাওয়েলের। তিনি অনুরোধ করেছিলেন আইপিএলে আলো ছড়ানো সুনীল নারিনকে বিশ্বকাপ খেলতে। অনুরোধ করেছিলেন প্রধান কোচ ড্যারেন সামিও। তবে দরজা বন্ধ বলে ফিরেননি নারিন।
নারিন না ফিরলেও কলকাতায় তার সতীর্থ আন্দ্রে রাসেল আছেন বিশ্বকাপ দলে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের বিমান মিস করা শিমরন হেটমায়ার অবশ্য সুযোগ পেয়েছেন এবার। নিকোলাস পুরান, শাই হোপ, জেসন হোল্ডাররা আছেন দলে।
ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে আছে গ্রুপ ‘সি’তে। এই গ্রুপে তাদের সঙ্গী আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি ও উগান্ডা।
ওয়েস্ট ইন্ডিজের দল : রভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ (সহ-অধিনায়ক), জনসন চার্লস, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি ও নিকোলাস পুরান।