তাসকিন আহমেদের ক্যারিয়ার ১০ বছরের। অথচ ইনজুরির জন্য মাত্র ১৩টা টেস্টই খেলেছেন এই ফাস্ট বোলার। সবশেষ গত বছর জুনে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিলেন তাসকিন।
এক বছরের বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ এই ফরম্যাটে ফিরে রোমাঞ্চিত তাসকিন। আজ পাকিস্তানে যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের বললেন, ‘‘অবশ্যই, আমি রোমাঞ্চিত অনেক দিন পরে আল্লাহর রহমতে টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে। সবাই দোয়া কইরেন আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে।’’
ইনজুরির জন্য শঙ্কা ছিল গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাসকিনের খেলার। শেষ পর্যন্ত টুর্নামেন্টটা খেলেন তিনি। ওয়ানডে, টি-টোয়েন্টির পর এবার টেস্টেও দলের জন্য অবদান রাখতে চান তাসকিন, ‘‘আপনারা যারা ক্রিকেট অনুসরণ করেন কম-বেশি জানেন আমার কাঁধের সমস্যার জন্য আমি টেস্ট থেকে বিরতিতে গিয়েছিলাম যাতে আমার কাঁধ, শরীর ভালো থাকে এবং দেশকে যাতে লঙ্গার ভার্সনে জেতাতে পারি।’’
দেশে এখন নতুন সরকার। সংস্কার হবে ক্রিকেটেও। তাসকিন চান ইতিবাচক খেলে বাংলাদেশের পারফর্ম্যান্সেও পরিবর্তন আনতে, ‘‘অবশ্যই আমরা চাই, আপনারাও দোয়া কইরেন। এই মুহূর্তে দেশের সবকিছু পরিবর্তন হয়েছে, আমাদের পারফরম্যান্সটাও যেন ভালো হয় এবং দেশকে খুশি করতে পারি।’’
আরেক পেসার নাহিদ রানা জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো যাচ্ছেন বিদেশ সফরে। রোমাঞ্চিত তিনিও, ‘‘আমি যদি একাদশে সুযোগ পাই তাহলে নিজের সেরাটা দিব। দল যা চায় সেটাই দেওয়ার চেষ্টা করব।’’