প্যারিস অলিম্পিকে ট্রায়াথলন ইভেন্টে ফ্রান্সকে ইতিহাস উপহার দিলেন কাসান্দ্রে বুগ্র্যান্ড। এই ইভেন্টে দেশটির প্রথম স্বর্ণ জয়ী হয়েছেন তিনি। ২৭ বছর বয়সী এই ট্রায়াথলেট ইভেন্ট শেষ করেছেন ১ ঘন্টা ৫৪ মিনিট ও ৫৫ সেকেন্ডে।
অথচ অ্যাথলেটরা গত রোববার এই প্রতিযোগীতার অনুশীলনই করতে পারেননি। সিন নদীরে দূষণে বাতিল হয়েছিল তা। পরে অবশ্য অনুশীলনের সুযোগ পেয়েছিলেন সবাই। তাতে বুগ্র্যান্ডের পেছনে থেকে রৌপ্য জিতেছেন সুইজারল্যান্ডের জুলি ড্যারন ও ব্রোঞ্জ পেয়েছেন গ্রেট ব্রিটেনের বেথ পটার।
বুগ্র্যান্ডের এই ইতিহাসে উচ্ছ্বসিত ফ্রান্সের প্রসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। নিজের এক্স পেজে পোস্ট করেছেন, “গ্লোরি ডে! ফ্রান্সের জন্য ট্রায়াথলনে স্বর্ণ। কাসান্দ্রা বুগ্র্যান্ডের অবিশ্বাস্য অর্জন। ট্রায়াথলনে ফ্রান্সের প্রথম ব্যাক্তিগত অর্জন। অভিনন্দন।”
সাঁতার, সাইকেল ও দৌড় – তিন ইভেন্টের সমষ্টিকে ট্রায়াথলন বলে। সব মিলিয়ে বিভিন্ন জায়গায় ১৫০০ মিটার ছুটতে হয় একজন অ্যাথলেটকে্। স্বর্ণ জয়ের পর অবসাদে মাটিতে শুয়ে পড়া বুগ্র্যান্ড ইতিহাস গড়ে বলেছেন , “েএটা আমার জীবনের সবচেয়ে লম্বা ১৫০০ মিটার। আমি নিজের ওপর বিশ্বাস রেখেছিলাম। প্রথমে ভাবতেই পারিনি যে স্বর্ণ জিতেছি। বলছিলাম – কেউ আমাকে ঘুম থেকে জাগাও।”