Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

ডালাসে পৌঁছে বিশ্রামে বাংলাদেশ

বাংলাদেশ
[publishpress_authors_box]

বিশ্বকাপে প্রথম ম্যাচ ভেন্যুতে পৌঁছেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে যুক্তরাষ্ট্র সময় শনিবার সকালে প্রস্তুতি ম্যাচ খেলেছেন নাজমুল হোসেন শান্তরা। পরদিন রাতে নিউ ইয়র্ক থেকে ডালাসে পৌঁছেছে বাংলাদেশ। সোমবার পুরোদিন দলের বিশ্রাম রাখা হয়েছে। অবশ্য তাসকিন আহমেদের একা অনুশীলন করার কথা রয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে ডালাসের প্রেইরি ভিউ মাঠেই হবে ডি গ্রুপে বাংলাদেশের প্রথম ম্যাচ। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে মাঠে নামার আগে এই মাঠ নিয়ে শান্তরা ভালো ধারণা পেতে পারতেন। কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ হারিকেনের কারণে পরিত্যক্ত হওয়ায় সেই সুযোগ হয়নি।

অচেনা কন্ডিশন মেনে বিশ্বকাপের প্রথম ম্যাচে নামতে হচ্ছে বাংলাদেশকে। যা এই সময়ে ব্যাটিং নিয়ে চিন্তায় থাকা দলের জন্য বাড়তি ভাবনা। সেই ভাবনায় নতুন মাত্র দিয়েছে শরিফুল ইসলামের ইনজুরি। বোলিং হাতে ৬টি সেলাই পড়ায় শ্রীলঙ্কার সঙ্গে তার খেলা অনেকটাই অসম্ভব। আর সে কারণেই সোমবার পুরো দলের বিশ্রাম থাকলেও তাসকিনকে অনুশীলন করতে হবে একা।

তাসকিনের অনুশীলন করাতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই। শরিফুল অনিশ্চিত বলে তাসকিন জোড় অনুশীলন করছেন এমন না। যুক্তরাষ্ট্র সিরিজ মিস করা তাসকিনকে শ্রীলঙ্কা ম্যাচেই পাওয়ার আশা আছে। সেই চেষ্টাতেই লড়াই করে যাচ্ছেন এই পেসার। স্থানীয় সময় বিকেল ৪টার অনুশীলনে নিজ উদ্যোগে আরও ক্রিকেটাররা নেটে নিজেদের ঝালিয়ে নিতে আসলে অবাক হওয়ার থাকবে না।

যুক্তরাষ্ট্রের মাঠগুলো নিয়ে সব দলকেই আলাদা কাজ করতে হচ্ছে। অনুশীলন করে আগে থেকে কন্ডিশন বুঝে ওঠার কোন সুযোগ নেই। নিউ ইয়র্কে ক্যান্টিয়াগ পার্কে অনুশীলন করতে হয়েছে। ডালাসে সেই সুবিধা থাকছে প্রেইরি ভিউ কমপ্লেক্সের নেটে। মূল মাঠে অনুশীলনের সুযোগ নেই। তাই সব দলকেই অচেনা চ্যালেঞ্জ নিয়ে নামতে হচ্ছে যুক্তরাষ্ট্রে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত