Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

ডিজিএফআইয়ে নতুন মহাপরিচালক নিয়োগ

ispr
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পাওয়া নতুন কর্মকর্তার নাম মেজর জেনারেল মো. ফয়জুর রহমান।

সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর আরও দুটি উচ্চ পদে নতুন নিয়োগের কথা জানানো হয়।

সেখানে বলা হয়, এমআইএসটির কমান্ড্যান্ট হিসেবে মেজর জেনারেল মো. নাসিম পারভেজকে এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক হিসেবে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে নিয়োগ দেওয়া হয়েছে।

দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর গত ৬ আগস্ট সেনাবাহিনীতে বেশ বড় রদবদল হয়।

সেদিন আইএসপিআরের প্রজ্ঞাপনে জানা যায়, লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ করা হয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের দায়িত্ব দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী হয়েছেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল।

লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কমান্ডেন্ট এনডিসি করা হয়েছে।

ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার-এনটিএমসির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয় মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে।

এর আগ পর্যন্ত এই দায়িত্বে ছিলেন মেজর জেনারেল জিয়াউল আহসান। ২০২২ সালে এই পদে আসার আগে পাঁচ বছর তিনি এই বিভাগে পরিচালকের দায়িত্বে ছিলেন।

১৯৯১ সালে সেনাবাহিনীতে কমিশন পাওয়া জিয়া তার আগে র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিদপ্তরের (এনএসআই) পরিচালক পদেও কাজ করেছিলেন।

র‌্যাবে দায়িত্ব পালনের সময় থেকেই জিয়া হয়ে উঠেছিলেন সংবাদমাধ্যমে পরিচিত নাম। গুম-খুনের জন্য তাকেই দায়ী করা হয়ে থাকে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত