গোল না খাওয়ার পণ দুই দলের। তাতে বেলজিয়াম ও ফ্রান্স ম্যাচটি হয়ে ওঠে অতি সাবধানী। পুরো ম্যাচে মাত্র দুবার করে একে অপরের নেটে শট নিয়েছে। যেন কার “ডিফেন্স” কার চেয়ে শক্ত তা-ই দেখানোর লড়াই।
ডিফেন্স শক্তির এ দ্বৈরথে অবশেষে ১-০ গোলের জয় পেয়েছে ফ্রান্স। ১২০ বছরের পুরোনো শত্রুর বিপক্ষে জয় দিয়ে চলতি ইউরোর কোয়ার্টারও নিশ্চিত করলো দুইবারের চ্যাম্পিয়নরা। ম্যাচের ৮৫ মিনিটে ডি বক্সের ভেতরে বাম প্রান্ত থেকে কলো মুয়ানির শট বেলজিয়ামের জান ভারটোহেনের পায়ে লেগে জালে জড়ায়।
বেলজিয়াম ও ফ্রান্স, যেন হাতে হাত রেখে চলতি ইউরোর দ্বিতীয় রাউন্ডে উঠেছে। গ্রুপ পর্বে দুই দলই গোল করেছে দুটি, হজমও করেছে দুটি। অবাক করা ব্যপার হলো দ্বিতীয় রাউন্ডের মুখোমুখি লড়াইয়ে নেমেও বিপক্ষের জালে দুটি শট নিতে পেরেছে দুই দল।
রক্ষণে এমন সমান শক্তির লড়াইটা আসলে ম্যাচের শুরু থেকে জমছিল না। প্রথমার্ধে দুই দল গোল দেওয়ার চেয়ে নিজেদের জাল সামলানোর দিকেই মনোযোগী ছিল বেশি। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে খেলে ফ্রান্স। তাই তাদের দিক থেকেই গোলের চেষ্টা হয়েছে বেশি।
ফ্রান্স মোট ১৯টি আক্রমণ করেছে। বিপরীতে বেলজিয়াম মাত্র ৫ বার ডি বক্সে ঢুকে ফ্রান্সকে বিপদে ফেরার সুযোগ তৈরি করে। ম্যাচ শেষের ১০ মিনিটে আন্তর্জাতিক ফুটবলের রেড ডেভিলদের সময় কঠিন করে তোলেন কিলিয়ান এমবাপে-অ্যান্তোইন গ্রিজমানরা। ৮৫ মিনিটে টানা আক্রমণের ফলও পেয়ে যায় দলটি।
এ নিয়ে বড় মঞ্চে সবশেষ ৫ বারের দেখায় প্রতিবারই বেলজিয়ামের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ল ফ্রান্স। শেষ আটে পা রেখে রাতের অপর ম্যাচের জয়ী পর্তুগাল বা স্লোভেনিয়ার অপেক্ষায় আছে তারা।