Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

ঢাকায় কালবৈশাখী

প্রবল তাপদাহের শহরে হঠাৎ করেই উঠল ঝড়; উড়ল পাতা, উড়ল ধুলো। ছবি : সকাল সন্ধ্যা
প্রবল তাপদাহের শহরে হঠাৎ করেই উঠল ঝড়; উড়ল পাতা, উড়ল ধুলো। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]
[publishpress_authors_box]
হঠাৎ ওঠা এই ঝড়ে যেন এলোমেলো হয়ে পড়ল সব। যারা পথে ছিলেন, তারা ধুলো-বালি আর উড়ে যাওয়া পাতা-কাগজ এড়িয়ে কোনোমতে ছুটেছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। ছবি : সকাল সন্ধ্যা
হঠাৎ ওঠা কালবৈশাখীতে যেন এলোমেলো হয়ে পড়ল সব। যারা পথে ছিলেন, তারা ধুলো-বালি আর উড়ে যাওয়া পাতা-কাগজ এড়িয়ে কোনোমতে ছুটেছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। ছবি : সকাল সন্ধ্যা
কালবৈশাখী থেকে গা বাঁচিয়ে আরোহীদের গন্তব্যে পৌঁছে দেওয়াই যেন এই চালকদের লক্ষ্য। ছবি : সকাল সন্ধ্যা
কালবৈশাখী থেকে গা বাঁচিয়ে আরোহীদের গন্তব্যে পৌঁছে দেওয়াই যেন এই চালকদের লক্ষ্য। ছবি : সকাল সন্ধ্যা
ধুলোয় ভরে গেছে চারপাশ, বাতাসে উড়ছে পাতা, পথে পড়ে থাকা কাগজ। সেই বাদামী ধুলো ভেদ করে বেরিয়ে আসছে কিছু রিকশা, মোটরসাইকেল। দেখে মনে হয় যেন সিনেমার দৃশ্য। আদতে মঙ্গলবার বিকালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার সত্যিকারের চিত্র এটি। ছবি : সকাল সন্ধ্যা
ধুলোয় ভরে গেছে চারপাশ, বাতাসে উড়ছে পাতা, পথে পড়ে থাকা কাগজ। বাদামী পর্দা ভেদ করে বেরিয়ে আসছে কিছু রিকশা, মোটরসাইকেল। দেখে মনে হয় যেন সিনেমার দৃশ্য। আদতে মঙ্গলবার বিকালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার সত্যিকারের চিত্র এটি। ছবি : সকাল সন্ধ্যা
কালবৈশাখীর পর হঠাৎ বৃষ্টি থেকে মালামাল বাঁচাতে পারেননি এই চালকের মতো অনেকেই। ছবি : সকাল সন্ধ্যা
কালবৈশাখীর পর হঠাৎ বৃষ্টি থেকে মালামাল বাঁচাতে পারেননি এই চালকের মতো অনেকেই। ছবি : সকাল সন্ধ্যা
রিকশায় আরোহীর জন্য থাকা পলিথিন দিয়ে ঢেকেছেন মালামাল। নিজে ভিজছেন, তবু বস্তাভর্তি মালামাল যেন না ভেজে সেদিকে মনোযোগ এই ব্যক্তির। ছবি : সকাল সন্ধ্যা
কালবৈশাখীর প্রবল ঝড়ের পর আকাশে তখন ঘন কালো মেঘ। উজ্জল বিকেলেও তাই রীতিমতো হেডলাইট জ্বালিয়ে পথ চলতে হচ্ছে এই গাড়িটিকে। ছবি : সকাল সন্ধ্যা
কালবৈশাখীর প্রবল ঝড়ের পর আকাশে তখন ঘন কালো মেঘ। উজ্জল বিকেলেও তাই রীতিমতো হেডলাইট জ্বালিয়ে পথ চলতে হচ্ছে এই গাড়িটিকে। ছবি : সকাল সন্ধ্যা
বৃষ্টির হাত থেকে বাঁচতে জড়িয়েছেন রঙিন পলিথিন। তবে যেভাবে এলোপাতাড়ি বৃষ্টি হয়েছে, তা থেকে বাঁচা সত্যিই মুশকিল ছিল। ছবি : সকাল সন্ধ্যা
কালবৈশাখী সম্পর্কে জানতোই না হয়ত দুই কিশোর। তাই সাইকেল নিয়ে বেরিয়ে ভিজে একশা হতে হয়েছে তাদের। ছবি : সকাল সন্ধ্যা
কালবৈশাখী সম্পর্কে জানতোই না হয়ত দুই কিশোর। তাই সাইকেল নিয়ে বেরিয়ে ভিজে একশা হতে হয়েছে তাদের। ছবি : সকাল সন্ধ্যা
গগনে গরজে মেঘ, ঘন বরষা; রবি ঠাকুরের কবিতার এ দুটো পংক্তি যেন মঙ্গলবার বিকেলের কথাই বলছে। ছবি : সকাল সন্ধ্যা
গগনে গরজে মেঘ, ঘন বরষা; রবি ঠাকুরের কবিতার এ দুটো পংক্তি যেন মঙ্গলবার বিকেলের কথাই বলছে। ছবি : সকাল সন্ধ্যা

আরও পড়ুন