পুরান ঢাকার বেশ কিছু এলাকায় দেখা মেলে এই বানর। গরমের হাত থেকে তাদের কিছুটা স্বস্তি দিতে চেষ্টা করেন এলাকার মানুষ। ছবি : সকাল সন্ধ্যাকেবল মানুষই নয়, গরম থেকে আরাপ পেতে আইসক্রিম খায় বানরও। ছবি : সকাল সন্ধ্যাআইসক্রিম কিংবা তরমুজ খেয়ে গরম থেকে বানরগুলোকে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করেন পুরান ঢাকার মানুষ। ছবি : সকাল সন্ধ্যা