Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

তামিম বললেন এ জয়টা মধুর

বাংলাদেশ-৮
[publishpress_authors_box]

২০১৮ সালে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের অন্যরকম প্রতিদ্বন্দ্বীতা শুরু হয়। সে বছর নিদাহাস ট্রফি থেকে নানা ঘটনায় এ দুই দলের লড়াই এখন বাড়তি উত্তেজনা ছড়ায়। এই উত্তেজনার অংশ ছিলেন তামিম ইকবালও। এখন অবশ্য মাঠের বাইরে থেকে এই উত্তেজনার সঙ্গী তামিম। তার কাছে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম জয়টি মধুর।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে স্টার স্পোর্টসের অতিথি বক্তা হয়ে লাইভে ছিলেন তামিম। ম্যাচের পর লাইভে নিজের মতামত দিয়েছেন ম্যাচ নিয়ে। বিভিন্ন বিষয় সামনে আনা বাংলাদেশ ওপেনারের কাছে এ জয়টা কি কারণে মধুর তামিমের মুখেই শুনুন, “শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বীতাটা এখন অনেক বেশি। ২০১৮ সালে ওই নাচ থেকে (নাগিন ডান্স) শুরু করে গত বিশ্বকাপে টাইমড আউট পর্যন্ত পরিস্থিতিগুলো দেখলে এটাই বলতে হবে। তাই শ্রীলঙ্কার সঙ্গে এ জায়টা আমাদের জন্য মধুর।”

১৯৯৯ বিশ্বকাপ, ২০০৭ বিশ্বকাপ, ২০১৯ বিশ্বকাপ এবং ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ; আইসিসির এই আসরগুলো এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটে স্মরনীয় হয়ে আছে। কারণ এই আসরগুলোতে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। ওই টুর্নামেন্টগুলোর সবকটিতে কাঙ্খিত শেষ না পেলেও বাংলাদেশের অর্জন ছিল বলার মতো।

তামিমের বিশ্বাস এবারও ভালো কিছু অর্জন করতে পারবে বাংলাদেশ, “এ জয়টা অবশ্যই বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে। কারণ বাংলাদেশের পরের দুই ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস কিন্তু যথেষ্ট ভালো প্রতিপক্ষ। আপনি যদি বাংলাদেশের আইসিসি ট্রফির ইতিহাসগুলো দেখেন। আমরা যখন শুরুটা ভালো করি তখন টুর্নামেন্টে আমাদের এগিয়ে যাওয়ার ভালো হয়।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত