২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফটোসেশনে ছিলেন না সাকিব আল হাসান। গত ওয়ানডে বিশ্বকাপের তো আনুষ্ঠানিক কোনও ফটোসেশসনই হয়নি। বিমানবন্দরে অবশ্য একফ্রেমে ছবি তুলেছিলেন ক্রিকেটাররা। তামিম ইকবাল ইস্যুতে ক্রিকেটাঙ্গন এতটাই উত্তাল ছিল যে, সংবাদ সম্মেলনও হয়নি।
এবার অবশ্য এমন ব্যতিক্রম কিছু হয়নি। আজ (বুধবার) আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নিয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। সেই ফটোসেশনে ছিলেন বাংলাদেশি দলের সবাই। স্যুট ব্লেজার গায়ে চাপিয়ে ফটোসেশন সেরেছেন স্কোয়াডে থাকা ক্রিকেটাররা।
খেলোয়াড়দের পাশাপাশি টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফরাও ছিলেন ফটোসেশনে। এরপর যোগ দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীও ছিলেন এ সময়।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আজ (বুধবার) মধ্যরাতে দেশ ছাড়বেন নাজমুল হোসেন শান্তরা। গতকাল আনুষ্ঠানিক দলও ঘোষণা করেছেন নির্বাচকরা। শান্তর নেতৃত্বে সেই দলের সহ-অধিনায়ক করা হয়েছে ইনজুরড তাসকিন আহমেদকে।
চোট না সারলে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসবেন তাসকিন। রিজার্ভ হিসেবে তখন তাসকিনের বদলে যোগ দিবেন হাসান মাহমুদ।