দুদিন বাদে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ডালাসের ওই ম্যাচের আগে নানা সমালোচনায় বিদ্ধ ক্রিকেট দল। যে ব্যাপারটি বড় টুর্নামেন্টে বরাবরই হয়ে থাকে বাংলাদেশের। তাসকিন আহমেদ সেসব গায়ে মাখছেন না। এই পেসার আশাবাদি শ্রীলঙ্কার সঙ্গে তারা জিতবেন এবং তখন মাঠের বাইরের পরিস্থিতি শান্ত হবে, মানে সব ঠিক হবে।
নাহ তাসকিন নিজ মুখে উল্লেখ করেননি যে শ্রীলঙ্কার সঙ্গে জিতবে বাংলাদেশ। কিন্তু ডালাসে অনুশীলন শেষে সরাসরি বলেছেন, “আসলে আমরা যদি জিততে পারি, তাহলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের উন্নতি নিয়ে কাজ করে যাচ্ছি। আশাবাদী যে জিতলেই সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।”
তাসকিন মেনে নিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে হেরে যাওয়ায় চাপে ছিল দল। তবে শেষ ম্যাচের জয়ে কিছুটা হলেও চাঙ্গা হওয়া গেছে। তাসকিন বলেছেন, “মানসিক অবস্থা সবার ঠিক আছে। হ্যাঁ, হেরে যাওয়ায় একটু মোরালি ডাউন ছিলাম।”
তাসকিনের জয়ের চিন্তা যে শ্রীলঙ্কা ম্যাচে চোখ রেখে তা নতুন করে বলতে হয় না। এই ম্যাচের আগেই তো অতিরিক্ত বিশ্রাম, কিছু ক্রিকেটারের মসজিদের জন্য তহবিল গঠনের অনুষ্ঠানে যোগদানের ঘটনা আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের সিরিজ মিলিয়ে বুধবার পর্যন্ত প্রায় তিন সপ্তাহের মতো দেশটিতে অবস্থান করছে বাংলাদেশ দল। উদ্দেশ্য ক্রিকেট হলেও দল হিসেবে ক্রিকেটের অনুশীলন হয়েছে মাত্র চারদিন।
যুক্তরাষ্ট্রের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারের পর ভারতের কাছে প্রস্তুতি ম্যাচে অসহায় আত্মসমর্পন করেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারানোর ম্যাচ বাদে বাকি তিন খেলাতেই বাংলাদেশের চরম ব্যাটিং বিপর্যয় ছিল।
শ্রীলঙ্কার সঙ্গে ডালাসে সেই ব্যাটিংয়ের বড় চ্যালেঞ্জ জিততে হবে। ডালাসের প্রেইরি ভিউ মাঠে ভালো রান হয়। কানাডার দেয়া দুইশো ছোঁয়া টার্গেট তাড়া করে জিতেছে যুক্তরাষ্ট্র। কিন্তু প্রশ্ন হল বাংলাদেশ এমন বড় রান করতে পারবে।
তাসকিনের কথায় উত্তর খোঁজা যায়। এই পেসার যেমনটা বলেছেন তাতে ধরেই নেয়া যায় বাংলাদেশ বড় রান করবে। শ্রীলঙ্কাকে চাপে ফেলবে বা বিপক্ষ বড় রান করলেও তা তাড়া করবে এবং ম্যাচ জিতবে। কিন্তু বাংলাদেশ ব্যাটারদের সেই প্রস্তুতি কি হচ্ছে?
মঙ্গলবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। সেখানে পুরো দলই ছিল। ব্যাটারদের মধ্যে ভালো করার তাগিদও দেখা গেছে। ফর্মহীনতায় থাকা লিটন দাস স্বরনাপন্ন হয়েছেন সাকিব আল হাসানের। নেটে লিটনকে কিছু শট কিভাবে করলে ভুল হবে না তা দেখিয়েছেন সাকিব। নেটে বড় শটও নিতে দেখা গেছে লিটনকে।
সৌম্য-লিটন-শান্তরাই টপঅর্ডারের ভরসা। তারা রানে না ফিরলে বাংলাদেশের ম্যাচ জেতা কঠিন। তখন তাসকিনের আশা করা জয় পাওয়াও কঠিন এবং সব ঠিক হওয়াও কঠিন।