আয়ারল্যান্ডের বিপক্ষে শততম টেস্ট খেলতে নামবেন মুশফিকুর রহিম। তার আগে জাতীয় লিগে ভালো একটা স্কোর প্রয়োজন ছিল তার। সিলেটে ঢাকার বিপক্ষে সেঞ্চুরির দ্বারপ্রান্তে আছেন মুশফিক। ১৭০ বলে অপরাজিত আছেন ৯৩ রানে। ম্যারাথন ইনিংসে আছে ৪টি চার ও ২টি ছক্কা। মুশফিকের বড় ইনিংসে ৭ উইকেটে ২৬০ রান তুলেছে সিলেট। ঢাকার চেয়ে তারা পিছিয়ে আরও ৫০ রানে।
মিরপুরে রাজশাহীর কাছে মাত্র তিন দিনে ৭ উইকেটে হেরেছে মেহেদি হাসান মিরাজ-সৌম্য সরকারদের খুলনা বিভাগ। ১১৪ রানের লক্ষ্য ২৪ ওভারেই ছুঁয়ে ফেলে রাজশাহী। দ্বিতীয় ইনিংসে ২৫৫ রান করে খুলনা। তাতে রাজশাহীর সামনে ওই লক্ষ্য দাঁড়ায়।
রাজশাহীর হাবিবুর রহমান সোহানের ঝড়ো ইনিংসে ম্যাচ দ্রুত শেষ হয়। ৬৮ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৬২ রান করেন সোহান। এছাড়া শেষ দিকে নেমে ৭ বলে ১ ছক্কা ও চারে ১২ রান করে খেলা শেষ করেন সাব্বির রহমান।
চট্টগ্রামের বিপক্ষে বরিশাল দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৬৬ রান তুলেছে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ায় ম্যাচ আর মাঠে গড়ায়নি। বরিশালের সালমান হোসেন ইমন ১৩৫ বলে ৭৫ রানে অপরাজিত ছিলেন। অপর ম্যাচে ময়মনসিংহ’র ৬ উইকেটে ৫৫৫ রানে প্রথম ইনিংস ঘোষণার পর রংপুর ১৮ রানে ২ উইকেট করে।
সিলেটে ঢাকার বিপক্ষে স্বাগতিকদের ৩১০ রানের জবাবে ৭ উইকেটে ২৬০ রান করেছে।



