সোহরাওয়ার্দী উদ্যানের একটি গাছে থোকায় থোকায় ঝুলছে জাম। তা দেখে জিভের জল সামলানো কঠিন। ছবি : সকাল সন্ধ্যাজাম গাছে দেখা মেলে শালিক পাখিটির। টসটসে পাকা জাম প্রাণ ভরে খেতে দেখা যায় তাকে। ছবি : সকাল সন্ধ্যাথোকায় থোকায় ঝুলতে থাকা জাম দৃষ্টি টানে অনেক পথচারীর। ছবি : সকাল সন্ধ্যাকেউ কেউ তা হাতে পাওয়ার চেষ্টাও চালায়। কোনওভাবে কয়েকটা জাম পাওয়ার চেষ্টা এই কিশোরের। ছবি : সকাল সন্ধ্যা