Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

থোকা থোকা জাম

মধুমাস জৈষ্ঠ্য। এসময় আম, জাম, লিচুর মতো রসে ভরা সব ফলের ছড়াছড়ি থাকে চারদিকে।
মধুমাস জ্যৈষ্ঠ। এসময় আম, জাম, লিচুর মতো রসে ভরা সব ফলের ছড়াছড়ি থাকে চারদিকে। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]
[publishpress_authors_box]
সোহরাওয়ার্দী উদ্যানের একটি গাছে থোকায় থোকায় ঝুলছে জাম। তা দেখে জিভের জল সামলানো কঠিন। ছবি : সকাল সন্ধ্যা
জাম গাছে দেখা মেলে শালিক পাখিটির। টসটসে পাকা জাম প্রাণ ভরে খেতে দেখা যায় তাকে। ছবি : সকাল সন্ধ্যা
থোকায় থোকায় ঝুলতে থাকা জাম দৃষ্টি টানে অনেক পথচারীর। ছবি : সকাল সন্ধ্যা
কেউ কেউ তা হাতে পাওয়ার চেষ্টাও চালায়। কোনওভাবে কয়েকটা জাম পাওয়ার চেষ্টা এই কিশোরের। ছবি : সকাল সন্ধ্যা

আরও পড়ুন