Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
এশিয়ায় চোখ মারুফুলের

অর্থ পুরস্কার বন্যার্তদের দান সাফজয়ীদের

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া  ফুল দিয়ে শুভেচ্ছা জানান অনূর্ধ্ব-২০ সাফ জয়ী দলকে। ছবি : সংগৃহীত
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফুল দিয়ে শুভেচ্ছা জানান অনূর্ধ্ব-২০ সাফ জয়ী দলকে। ছবি : সংগৃহীত
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ যুব দল এখন দক্ষিণ এশিয়ার সেরা। অনুর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে আজ (বৃহস্পতিবার) বিকেলে দেশে ফিরেছেন ফুটবলাররা। ট্রফি হাতে বিমানবন্দরে খেলোয়াড়দের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা।

বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলে ফুটবলাররা যান জাতীয় ক্রীড়া পরিষদে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সৌজন্য সাক্ষাৎ করেন তাদের সঙ্গে। তিনি শুভেচ্ছা জানান ফুল দিয়ে। চ্যাম্পিয়ন দলের সবাইকে ২৫ হাজার টাকা আর্থিক পুরস্কার প্রদানের ঘোষণাও দেন আসিফ মাহমুদ।

এরপর ফুটবলারদের পক্ষ থেকে সাফ চ্যাম্পিয়ন দলের কোচ মারুফুল হক এই অর্থ বন্যা দুর্গতদের প্রদানের অনুরোধ জানান।

মারুফুল বলেন, ‘‘আপনি যে সম্মান দিয়েছেন তাতেই আমরা কৃতজ্ঞ। বর্তমান পরিস্থিতিতে দলের সবার সম্মতিতে এই অর্থ বন্যা দুর্গতদের প্রদানের জন্য দেওয়া হলো।’’

দক্ষিণ এশিয়ার সেরা হয়েই অবশ্য থামতে চান না কোচ মারুফুল হক। তার দৃষ্টি এখন এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাই পর্বে। ২১-২৯ সেপ্টেম্বর হতে যাওয়া এই বাছাইপর্বে বাংলাদেশ খেলবে স্বাগতিক ভিয়েতনাম, সিরিয়া, ভূটান ও গুয়ামের বিপক্ষে।

বাছাইয়ে দশ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্সআপ খেলবে মূল পর্বে। আর মারুফুল চান শ্রাবণ, আসিফ, মিরাজুলদের চূড়ান্ত পর্বে খেলাতে। বিমানবন্দরে তিনি বললেন, ‘‘ দলটির দায়িত্ব নেওয়ার সময় দু’টো লক্ষ্য ছিল। একটি পূরণ হয়েছে দক্ষিণ এশিয়ায় চ্যাম্পিয়ন হয়ে। এখন কাজ করব এশিয়ান পর্যায়ে উত্তীর্ণ হওয়ার জন্য। এখন থেকেই প্রস্তুতি শুরু করব। এই ছেলেদের মেধা ও যোগ্যতা রয়েছে। আশা করি সেই লক্ষ্য পূরণ করা সম্ভব হবে।’’

বাংলাদেশের প্রথম আধুনিক কোচ বলা হয় মারুফুল হককে। নামি অনেক ক্লাবের পাশাপাশি জাতীয় দলের কোচও ছিলেন তিনি। সেই মারুফুল অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের মাত্র দুই সপ্তাহ আগে দায়িত্ব নিয়েছিলেন যুব দলের। এ নিয়ে জানালেন, ‘‘ পেশাদার কোচ হিসেবে যে কোনও জায়গায় কাজ করতে প্রস্তুত থাকতে হয়। যখন ফেডারেশন থেকে প্রস্তাব দেয়া হয় এবং খেলোয়াড় তালিকা দেখি তখন চ্যালেঞ্জ নেই। এদেরকে সরাসরি আগে কোচিং না করালেও তাদের সম্পর্কে ধারণা ছিল।’’

বয়স ভিত্তিক পর্যায়ে সাফল্য পেলেও পরবর্তীতে হারিয়ে যান ফুটবলাররা। এজন্য ফুটবলারদেরই সচেতন থাকতে বললেন মারুফুল, ‘‘পেশাদার ফুটবলার হিসেবে তাদের নিজেদেরই সচেতন থাকতে হবে। পজিশন ভিত্তিক সবাই সবার যত্ন নিতে হবে। এটা ফেডারেশন, ক্লাব ও কোচ করবে না -খেলোয়াড়দের নিজেদেরই করতে হবে।’’

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত