Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫

দলকে চাঙ্গা রাখার চেষ্টা প্রধান নির্বাচকের

বাংলাদেশ
[publishpress_authors_box]

বাংলাদেশ দলকে নিয়ে মাঠের বাইরের খবর চাউড় হয় বেশি। যা প্রতি বড় আসরে নিয়মিত ঘটনা। ২০২৪ বিশ্বকাপেও একই ব্যাপার ঘটেছে। তবে নানা বিষয় পাশে রেখে মাঠের ক্রিকেট সামনে এসেছে। আর একদিন পর বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ওই ম্যাচের আগে দলকে চাঙ্গা রাখার আহবান জানালেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের ভেন্যু ডালাসে গত দুইদিন ধরে পুরো দল হয়ে প্রস্তুতি করতে পারছেন নাজমুল হোসেন শান্তরা। অবশ্য মূল ভেন্যুতে নয়। ভেন্যুর পাশের অনুশীলন ফ্যাসিলিটিতে। যুক্তরাষ্ট্রে কোন মাঠেই মূল ভেন্যুতে অনুশীলনের সুযোগ নেই।

ভালো ব্যাপার যে মাঠের বাইরের আলোচনা থামিয়ে অনুশীলনে ফিরেছে পুরো দল। তাই আপাতত সামনের ম্যাচ নিয়েই আলোচনার কথা বলেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। দলকে চাঙ্গা রাখতে বলেছেন সমর্থকদের, “এই মুহূর্তে আমি এমন কোন কথা বলতে চাই না যেটা দলকে হতাশ করে দেয়। এই মুহূর্তে আমাদের চেষ্টা থাকবে দলকে কিভাবে চাঙ্গা রাখা যায় সেদিকে ফোকাস করা উচিত। খেলার উন্নতির মাধ্যমেই আমরা এখনকার যে গ্লানি সেটা দূর করার চেষ্টা করবো।”

শ্রীলঙ্কা ম্যাচের আগে বাংলাদেশের জন্য বড় ধাক্কা শরিফুল ইসলামের ইনজুরি। বিশ্বকাপের প্রথম ম্যাচ তো বটেই দ্বিতীয় ম্যাচে ফেরাও কঠিন হয়ে উঠেছে এই পেসারের জন্য। কারণ ৯ জুন শরিফুলের ইনজুরির ব্যাপারটি পর্যবেক্ষণ করা হবে। এরপর শরিফুলের বদলি ঠিক করা হবে কিনা তা দেখবে বাংলাদেশ।

অবশ্য শরিফুলের বদলি ঘোষণা দেয়াও নির্ভর করছে শ্রীলঙ্কা ম্যাচের ওপর। লিপু বলেছেন, “শরিফুলের ব্যাপারটি আমরা কিছুদিন দেখবো। কারণ আমরা ওকে পেতে আগ্রহী। এটা নির্ভর করছে আমরা এই টুর্নামেন্টে কতদূর যেতে পারি তা প্রথম ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে। সেটা দেখে আমরা পরের সিদ্ধান্ত নেব।”

তাসকিন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ফিরছেন। অনুশীলনে নেটে দারুণ গতিতেই বোলিং করতে পেরেছেন। আরও একদিন অনুশীলন করার সেশন করতে পারবেন তাসকিন। প্রধান নির্বাচক জানিয়েছেন শরিফুলকে হারানোর ক্ষতি তাসকিনে কিছুটা পুষিয়ে যাবে।

পাশাপাশি বড় চিন্তা টপঅর্ডারের ব্যাটিং ফর্ম নিয়ে ভাবছে বাংলাদেশ দল। লিটন দাস, সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তরা কিভাবে ফর্মে ফিরতে পারেন সেই চেষ্টা হয়েছে নেটে। কোচরা বেশি সময় দিয়েছেন ব্যাটারদের। এবার মাঠের বাইরে থেকে তাদের চাঙ্গা রাখতে চান গাজী আশরাফ হোসেন লিপুরা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত