বিশ্বকাপ মিশন শেষে শুক্রবার সকাল ৮টায় দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। ইমিগ্রেশন আনুষ্ঠানিকতা সেরে এক বা দেড় ঘণ্টা পর বিমানবন্দর ছাড়বেন ক্রিকেটাররা। সবাই ফিরলেও বরাবরের মতো বড় টুর্নামেন্ট শেষে ছুটিতে চলে গিয়েছেন কোচরা। সবাই ফিরবেন ১৯ জুলাই।
বিশ্বকাপে ম্যাচ জয়ের হিসেবে তৃপ্তির ঢেঁকুর তুলতেই পারেন বাংলাদেশ ক্রিকেটাররা। কিন্তু পারফরম্যান্স বিবেচনায় খুবই বাজে কেটেছে বাংলাদেশ দলের এই বিশ্বকাপ। বিশেষ করে সুপার এইটের শেষ ম্যাচে আফগানিস্তানের কাছ হারে সমালোচনা হচ্ছে বেশি।
ওই ম্যাচে ১২.১ ওভারের মধ্যে জিতলে প্রথমবারের মতো বিশ্বকাপ সেমিফাইনাল খেলার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু ম্যাচে সেমিফাইনাল খেলার কোন মানসিকতাই দেখায়নি দল। উল্টো নেতিবাচক মানসিকতায় খেলতে গিয়ে ম্যাচও হেরেছেন নাজমুল হোসেন শান্তরা।
এমন বিশ্বকাপ অভিযান শেষে দেশে ফিরে নিজেদের সেমিফাইনালের জন্য লড়াই না করার ব্যাখ্যা অধিনায়ক কীভাবে দেন সেটাই দেখার। ক্যারিবিয়ান অঞ্চল থেকে যুক্তরাষ্ট্র-দুবাই হয়ে লম্বা ভ্রমণ শেষে ক্লান্তি নিয়ে ফিরবেন ক্রিকেটাররা। তাই শুক্রবার সকালে বিমানবন্দরে কোন সংবাদ সম্মেলনের আয়োজন নাও রাখতে পারে দল।
এদিকে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিশ্বকাপ ব্যর্থতা মাথায় নিয়ে পদত্যাগ করেছেন দলটির হেড কোচ ক্রিস সিলভারউড। এর আগে একই ব্যর্থতায় দলের পরামর্শকের দায়িত্ব ছেড়েছেন সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। অবশ্য বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থতার কারণ উল্লেখ করে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের পক্ষ থেকে এমন কোন ঘোষণা আসেনি।
যুক্তরাষ্ট্র থেকে এই কোচ ফিরেছেন পরিবারের কাছে অস্ট্রেলিয়াতে। ফিরবেন ১৯ জুলাই। হাথুরুর সঙ্গে সহকারী কোচ নিক পোথাস, ব্যাটিং কোচ ডেভিড হেম্প, বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস, স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদদেরও ছুটি শেষে একই দিনে বাংলাদেশে ফেরার কথা রয়েছে বলে জানান বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস।
পাকিস্তানের বিপক্ষে আগামী আগস্টে টেস্ট সিরিজের দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ দল। টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ সফরটির সূচি এখনও প্রকাশ হয়নি। তবে দুই টেস্টের সম্ভাব্য ভেন্যু ধরা হচ্ছে মুলতান ও রাওয়ালপিন্ডি।