বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে নির্মিত সরকারি অনুদানের সিনেমা দায়মুক্তি। পরিচালনা করেছেন বানিজ্যিক সিনেমার সফল নির্মাতা বদিউল আলম খোকন।
শুক্রবার দেশব্যাপী সিনেমাটি মুক্তি পাবে বলে সোমবার এক সংবাদ সম্মেলনে জানান সিনেমার প্রযোজক মো. জসিম উদ্দিন।
সংবাদ সম্মেলনে হাজির হতে না হতেই ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে গ্রামের বাড়িতে ছুটে যান পরিচালক বদিউল আলম খোকন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “বৃদ্ধাশ্রমের গল্প নিয়ে গড়ে উঠেছে দায়মুক্তি সিনেমার কাহিনি। এতে উঠে এসেছে সমাজের সমসাময়িক একটি পরিচিত গল্প। মূলধারার বাণিজ্যিক ছবির বাইরে সেভাবে বলতে গেলে দায়মুক্তি-ই আমার প্রথম গল্প ভিত্তিক ছবি। সিনেমাটিতে কাজ করছি অনেকটা দায়বদ্ধতার জায়গা থেকে। নতুন প্রজন্মসহ সকল শ্রেণির দর্শকদের ছবিটি দেখা উচিত।”
সংবাদ সম্মেলনে অভিনেতা আবুল হায়াত বলেন, “পরিচালকের আগ্রহে এই সিনেমায় আমার কাজ করা। গল্পটা ভালো লেগেছে, ভালো লেগেছে আমার চরিত্রটিও। আমি আর দিলারা জামান অনেক নাটকে কাজ করলেও প্রথমবার একসঙ্গে সিনেমায় অভিনয় করেছি। আশা করছি, এর গল্প সবার ভালো লাগবে।”
দিলারা জামান বলেন, “দায়মুক্তি সত্যিই মুক্তি পাচ্ছে। এইটা খুব ভালো লাগছে। আনন্দ লাগছে। জীবনের শেষ মুহূর্তের কাজ হিসেবে খুব ভালো হয়েছে। খোকন ভাই খুব ভালোভাবে বানিয়েছেন। এটা সব সময়ের গল্প। আমাদের দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি, তারা যেন হলে গিয়ে সিনেমাটা দেখেন।”
সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, সুস্মী রহমান, সামিয়া নাহি, আবুল হায়াত, দিলারা জামান, শম্পা নিজাম, সুব্রত, সূচরিতাসহ আরো অনেকে।
রাইসা ফিল্ম প্রোডাকশনের ব্যনারে নির্মিত সিনেমাটির কাহিনি ও সংলাপ রচনা করেছেন কমল সরকার।
মনিরুজ্জামান মনির ও কবির বকুলের কথায় এতে গান রয়েছে দুটি। জাহিদ নিরব এবং আলি আকরাম শুভর সংগীতে গান দুটিতে কণ্ঠ দিয়েছেন মনির খান, কোনাল ও সাব্বির নাসির।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রযোজক মো. জসিম উদ্দিন, পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন, প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু, সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, পরিচালক সাফি উদ্দিন সাফি, গাজী মাহবুবসহ সিনেমাটির শিল্পী-কলাকুশলী ও অন্যান্য অতিথিবৃন্দ।