বিশ্বব্যাপী বায়ু মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের প্রতিবেদন অনুযায়ী, বায়ুদূষণে ২০২৩ সালে শীর্ষ অবস্থানে ছিল বাংলাদেশ। পুরান ঢাকার দয়াগঞ্জের এই ছবিটি যেন সেই তথ্যেরই বাস্তব চিত্র। ছবি : হারুন অর রশীদ
মেরামতের জন্য পুরান ঢাকার দয়াগঞ্জের এই রাস্তা খুঁড়ে রাখা হয়েছে কয়েকমাস ধরে। কিন্তু মেরামত না হওয়ায় এভাবেই নাক চেপে প্রতিদিন চলাচল করেন স্থানীয়রা। ছবি : হারুন অর রশীদ
পুরান ঢাকার দয়াগঞ্জে শক্তি ঔষধালয়ের কাছের এই রাস্তায় এভাবেই রোজ নাক চেপে চলাচল করেন স্থানীয়রা। ছবি : হারুন অর রশীদশ্বাস নেওয়ার সময় বাতাসের পিএম২.৫ ধূলিকণা ফুসফুসের গভীরে পৌছে যায়। এমনকি রক্তনালীতেও ঢুকতে পারে। ঢাকার দয়াগঞ্জ থেকে ছবি তুলেছেন হারুন অর রশীদবিএমজে জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানি থেকে সৃষ্ট বায়ু দূষণে প্রতি বছর বিশ্বে ৫১ লাখ মানুষের মৃত্যু হচ্ছে। পুরান ঢাকা থেকে ছবি তুলেছেন হারুন অর রশীদআইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে খারাপ বায়ু মানের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। শিশু, বৃদ্ধ থেকে শুরু করে সবার জন্যই এই বাতাস দিন দিন খারাপ হয়ে উঠছে। পুরান ঢাকা থেকে ছবি তুলেছেন হারুন অর রশীদ