Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

দোয়ার মধ্য দিয়ে অনুশীলন শুরু ক্রিকেটারদের

WhatsApp Image 2024-08-07 at 12.14.22_abb24405
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

এই অনুশীলনটা পাকিস্তানে হওয়ার কথা ছিল। কিন্তু দেশে চলমান ঘটনাপ্রবাহে বাংলাদেশ “এ” দল এখনও পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হতে পারেনি। শনিবার থেকেই ঘরবন্দি অবস্থা অবশ্য কেটেছে ক্রিকেটারদের। বুধবার সকালে মিরপুরে অনুশীলনে নেমেছেন তারা।

এদিন অনুশীলনের শুরুতে দেশে প্রধানমন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে নিহত হওয়া সকল আত্মার মাগফেরাত কামনা করেন ক্রিকেটাররা। দোয়ার পর ব্যাট-বলের অনুশীলন শুরু হয় তাদের।

আগামী ১৭ আগস্ট পাকিস্তানের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল। তার আগে “এ” দলকে পাঠানো হবে পাকিস্তানে। সেখানে দুটি চারদিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলবে “এ” দল। এই দলের সঙ্গে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারকে পাঠানো হবে পাকিস্তান।

৬ আগস্ট দেশ ছাড়ার কথা থাকলেও “এ” দলের সফর পিছিয়ে যায়। অবশ্য সূচিতে এখনও পরিবর্তনের ঘোষণা আসেনি। আগের মতোই পাকিস্তান “এ” দলের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ যথাক্রমে ১০-১৩ আগস্ট এবং ১৭-২০ আগস্টে হবে। তিনটি একদিনের ম্যাচ হবে ২৩, ২৫ ও ২৭ আগস্ট। সবগুলো ম্যাচই হবে ইসলামাবাদে।

সফরের প্রথম চারদিনের ম্যাচে টেস্ট দলের দুই ওপেনার মাহমুদুল হাসান জয়, জাকির হাসান ও দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মুমিনুল হক খেলবেন। অফস্পিনার নাঈম হাসানও এই দলে আছেন। এক ম্যাচ খেলে দেশে ফিরবেন এই পাঁচ ক্রিকেটার।

এই ৫ জন ছাড়াও আরও ৩০ ক্রিকেটার পাকিস্তান যাবেন দ্বিতীয় চারদিনের ম্যাচ ও তিন ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে। দ্বিতীয় চারদিনের ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মোহাম্মদ সাইফউদ্দিন ও জাকের আলির মতো সাদা বলের ক্রিকেটারদের।

এ সিরিজে চারদিনের ম্যাচ দুটিতে নেতৃত্ব দেবেন এনামুল হক বিজয় ও একদিনের সিরিজের অধিনায়ক তাওহিদ হৃদয়।

প্রথম চারদিনের ম্যাচের দল : মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহিদুল ইসলাম অঙ্কন, নাঈম হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।

দ্বিতীয় চারদিনের ম্যাচের দল : এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, সৌম্য সরকার, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলি, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মুরাদ, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।

ওয়ানডে দল : সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত