Beta
সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
Beta
সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

দ্বিতীয় চারদিনের ম্যাচে জয়ের ব্যাটে রান

Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ায় পাকিস্তান “এ” দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচে প্রথম দিনে ভালো অবস্থানে আছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। দিন শেষে পাকিস্তানের চেয়ে ২১৯ রানে এগিয়ে আছে তারা।

দুটি চারদিনের ম্যাচের দ্বিতীয়টিতে আগে ব্যাট করে এইচপি দল। মাহমুদুল হাসান জয়ের হাফসেঞ্চুরিতে পার হয় আড়াইশো রানের কোটা। প্রথম ইনিংসে ২৫৮ রানে অলআউট হয় এইচপি। জবাবে দিন শেষে ৩৯ রানে ২ উইকেট হারিয়েছে পাকিস্তান “এ” দল।

এইচপির অস্ট্রেলিয়া সফরে চারদিনের ম্যাচ দুটি খেলে দেশে ফিরবেন টেস্ট দলের দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। পাকিস্তান সিরিজ সামনে রেখে লাল বলে প্রস্তুতির জন্য এই সফরের লম্বা ফরম্যাটে খেলার সুযোগ করে দেয়া হওয় দুজনকে।

সিরিজের প্রথম ম্যাচে ওই সুযোগ কাজে লাগানো হয়নি দুজনের কারোরই। দ্বিতীয় ম্যাচে হাফসেঞ্চুরি করে কিছুটা দৃঢ়তা দেখালেন জয়। ৮ চার ও ১ ছক্কায় ৯০ বলে খেলেছেন ৬৯ রানের ইনিংস। এছাড়া আইচ মোল্ল্যার ৮০ বলে ৫৫ রানের ইনিংসে সম্মানজনক স্কোর পায় এইচপি।

এ দুই ব্যাটারের হাফসেঞ্চুরি বাদে পারভেজ হোসেন ইমন ৩০, মাহিদুল ইসলাম অঙ্কন ৩১ ও রেজাউর রহমান রাজা ২৮ রান করেন। টেস্ট ওপেনার সাদমান ৪, অমিত হাসান ৭ ও শাহাদাত হোসেন দিপু ১ রান করে ব্যর্থ ছিলেন।

প্রথম ইনিংসের সংগ্রহ খুব বড় না হলেও দিন শেষে পাকিস্তান “এ”  দলের দুই উইকেট তুলে ভালো অবস্থানে থেকেছে এইচপি দল। দুটি উইকেট নিয়েছেন পেসার রিপন মন্ডল।

সিরিজের প্রথমটিতে ১৪৯ রানের বড় ব্যবধানে হেরেছিল এইচপি দল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত