Beta
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একই একাদশে শান্তরা

toss
সিলেট থেকে
সিলেট থেকে

টস জিতেছিলেন প্রথম ম্যাচে। আজ (বুধবার) আবারও টস জিতলেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ম্যাচের মত নিয়েছেন বোলিং। লঙ্কান অধিনায়ক চারিথ অঅসালঙ্কাও জানান, টস জিতলে এই পিচে পরে বোলিং নিতেন তিনি।

বাংলাদেশ দলে পরিবর্তন নেই কোনও। তবে শ্রীলঙ্কায় পরিবর্তন আছে একটি। আকিলা ধনঞ্জয়ার জায়গায় এসেছেন দিলশান মাদুশাঙ্কা।

রান খরা চলছে নাজমুল হোসেন শান্তর। বিপিএল ব্যর্থতা শেষে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আউট হয়েছেন দৃষ্টিকটুভাবে। খারাপ সময়টা কাটাতে আজ (বুধবার) দ্বিতীয় ম্যাচের আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটারে ব্যাটিং কোচ ডেভিড হেম্পের সঙ্গে নেটে অনুশীলন করলেন কিছুক্ষণ।

তার সঙ্গে নেটে এসেছিলেন তাওহিদ হৃদয়, এনামুল হক ও তাইজুল ইসলাম। তাইজুল ছাড়া অন্যদের ব্যাটিং অনুশীলন করালেন হেম্প। স্টান্স নেওয়ার সময় মাথা যেন কাঁধ থেকে বেশি দূরে সরে না যায় শান্তকে সেটা বোঝাচ্ছিলেন হেম্প।

পাশাপাশি সামনের পায়ে শরীরের ওজন রাখতে বলছিলেন তাকে। সেটা ঠিকঠাক হওয়ায় শান্তকে উৎসাহ দিচ্ছিলেন হেম্প। ম্যাচে কাজে লাগবে তো সেটা?

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত

Add New Playlist