Beta
শনিবার, ২২ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ২২ মার্চ, ২০২৫

দ্বিতীয় টেস্টের আগে পুরোনো দুশ্চিন্তা ব্যাটিং

বাংলাদেশ
[publishpress_authors_box]

পাকিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য সফল এক সিরিজে বাংলাদেশ সব বিভাগেই লেটার মার্ক পেয়েছিল। বোলিং ফিল্ডিংয়ের সঙ্গে নাজমুল হোসেন শান্তদের ব্যাটিং দেখে মনে হয়েছে রোগ সেরে গেছে। এক সিরিজ পরই ভুল ভেঙেছে। ভারতের বিপক্ষে আবারও পুরোনো রোগ দুশ্চিন্তা হয়ে সামনে এসেছে।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথমটিতে ব্যাটিং ভরাডুবিতে সহজেই হেরেছে বাংলাদেশ। চেন্নাইয়ে প্রথম ইনিংসে মাত্র ১৪৯ রানে অলআউট হয় দল। ২৩৪ রানের দ্বিতীয় ইনিংসে লড়াইয়ের আভাষ থাকলেও ব্যাটাররা ইনিংস বড় করতে ব্যর্থ হন।

কানপুরে দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশকে ভাবাচ্ছে এই ভাবনা। কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, “আমরা এটা নিয়ে চিন্তিত যে ক্রিকেটাররা ইনিংসের শুরু পাচ্ছে কিন্তা তা বড় করতে পারছে না। ওরা নিজেরাও এটা নিয়ে দুশ্চিন্তায়। কারণ ওরা সবসময়ই ভালো করতে চায়। ব্যাটারদের সবারই সামর্থ্য আছে কিন্তু মাঠে ওরা তা দেখাতে পারছে না।”

চেন্নাইতে শুরুর চার ব্যাটারের সবাই ব্যর্থ ছিলেন। চার বাঁহাতির দুর্বলতা ভালোভাবেই ধরে ফেলেছিলেন ভারতীয় বোলাররা এমনটাও বলা হচ্ছে। দ্বিতীয় টেস্টে তাই দাবি উঠছে ব্যাটিংয়ে লেফট-রাইট কম্বিনেশন আনার। তাতে ভারত বোলারদের লাইন-লেন্থ-এ মানিয়ে নিতে কিছুটা হলেও বেগ পেতে হচ্ছে।

একাদশে পরিবর্তন বা আগের টেস্টের ব্যাটিং অর্ডারে কোন পরিবর্তন আনা হবে কিনা তা নির্ভর করছে উইকেটের ওপর। হাথুরু বলেছেন, “এমনিতে ব্যাটারদের নিয়ে কোন সমস্যা নেই। বেশি বাঁহাতি হোক বা ডানহাতি এটাই আমাদের সেরা ব্যাটিং লাইন। তবে এখানে যদি কোন পরিবর্তন আনতে হয়, তা নির্ভর করবে পিচের ওপর। আমরা যেমন পিচ দেখেছি, ওরা দুটো পিচ তৈরি করছে। কোনটায় খেলা হবে তা নিশ্চিত হওয়ার পর আমরা একাদশ ঠিক করবো।”

দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা হলে স্পিন নির্ভর উইকেট তৈরি করে ভারত। কিন্তু বাংলাদেশের বিপক্ষে তারা পেস নির্ভর উইকেট তৈরি করেছে। এর কারণ সামনেই নিউজল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই সিরিজে মোট ৮ টেস্ট খেলতে হবে রোহিত শর্মাদের। পেস নির্ভর উইকেট বানিয়ে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন তারা।

হাথুরু এ ব্যাপরটি নিয়ে চিন্তিত নন। নিজেদেরকে কন্ডিশন অনুযায়ী তৈরি করার দিকেই নজর তার, “ভারত কেন পেস উইকেট বানিয়েছে তা আমরা জানি। ঘরের মাঠেও আমরাও বিপক্ষ অনুযায়ী নিজেদের শক্তি মতো উইকেট তৈরি করি। তো এটা নিয়ে আমরা বিস্মিত নই, আমাদের অনুপ্রাণিত থাকতে হবে অন্য ভাবে। কন্ডিশন থেকে এবং সবশেষ ম্যাচ থেকে আমরা কি শিখছি সেটা সামনে রাখতে হবে।”

দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুরে দুই দিন অনুশীলন করেছে বাংলাদেশ। চেন্নাইয়ের মতো এখানে অলাদা উইকেটে অনুশীলনের সুযোগ নেই। স্টেডিয়াম মাঠের ভেতরেই এক কোনায় অনুশীলন পিচ। মাঠের সঙ্গে পিচের মাটির মিল থাকতেই পারে।

সেক্ষেত্রে চেন্নাইতে যেমন কালো ও লাল মাটিরে রহস্যে পড়তে হয়েছিল বাংলাদেশকে তা থেকে বাঁচা গেছে। অবশ্য অনুশীলন উইকেটে হাত মখশের পর মূল উইকেটে মুশফিক-সাকিবরা কিভাবে মানিয়ে নেন সেটাই দেখার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত