পুরোদিন রোদের দেখা নেই, এর উপর থেমে থেমে বৃষ্টি। কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের দুই সেশন তাতে পন্ড হলো। খেলা মাঠে গড়ানোর কোন অবস্থাই ছিল না। তাই বেলা আড়াইটায় টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
এর আগে টানা বৃষ্টির কারণে পুরো মাঠ কাভারে ঢাকা থাকায় দুপুরে মাঠ ছেড়ে হোঠেলে ফিরে গেছেন দুই দলের ক্রিকেটাররা। দুপুরে আরেক দফা বৃষ্টি নামার পর কোন বল গড়ানো ছাড়ায় স্টাম্পস ঘোষণা করতে হয়।
বাংলাদেশ সময় বেলা সোয়া ২টা তে ক্রিকইনফোর আপডেট বলছে আবারও বৃষ্টি নেমেছে কানপুরে। প্রথম সেশন পন্ড হওয়ার পর কয়েক ঘণ্টা কোন বৃষ্টি ছিল না। কিন্তু দুপুরে আবার বৃষ্টি নেমেছে। তাই মাঠের কাভার শনিবার আর উঠবে কিনা তা নিয়ে সংশয় ছিল। সেই দুশ্চিন্তাই সত্যি হলো।
দ্বিতীয় দিনও বৃষ্টিতে খেলা শুরু হতে দেরি
কানপুর টেস্টের প্রথম দিন ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুরু হতে দেরি হয়। দ্বিতীয় দিন পরিস্থিতির অবনমন হয়েছে। ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শুরুতেই বাধাগ্রস্ত বৃষ্টিতে। আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণও করতে পারেননি।
তাই ভারত সময় সকাল ৮টা ৫০ মিনিটেই দেরিতে খেলা শুরু হওয়ার ঘোষণা দেওয়া হয়। এতে স্পষ্ট বৃষ্টি থামলেও তাৎক্ষনাৎ খেলা মাঠে গড়াচ্ছে না। মাঠ তৈরি করতে আরও সময় লাড়বে। তাই দ্বিতীয় দিন প্রথম সেশনে খেলা আর নাও হতে পারে।
টেস্টে প্রথমদিন প্রায় দুটো সেশনের মতো খেলা নষ্ট হয়েছে। মাত্র ৩৫ ওভার মাঠে গড়ায় তাতে ৩ উইকেটে ১০৭ রান তুলেছে বাংলাদেশ। উইকেটে অপরাজিত আছেন ৪০ রান করা মুমিনুল হক ও ৬ রান করা মুশফিকুর রহিম। নাজমুল হোসেন শান্ত ৩১ ও সাদমান ইসলাম ২৪ রানে আউট হয়েছেন।